TRENDING:

Veterinary Pharmacy: দ্বাদশ শ্রেণির পর পশু চিকিৎসার ওষুধ বিশেষজ্ঞের পড়াশোনার সুযোগ! অনলাইনে ভর্তির আবেদন

Last Updated:

Veterinary Pharmacy: ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া আবশ্যিক। এই কোর্সের জন্য ৩৩ টি আসন তৈরি করা হয়েছে। আবেদনকারীদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৪৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয় এবার ডিপ্লোমা করার সুযোগ দিচ্ছে দ্বাদশ উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের। পশুদের চিকিৎসায় ব্যবহৃত যাবতীয় ওষুধের বিশেষজ্ঞ হয়ে ওঠার জন্য এই কোর্স। এটি করতে চাইলে সংশ্লিষ্ট পড়ুয়াকে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতে হবে। অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যা ছাড়াও উচ্চমাধ্যমিকে বা দ্বাদশ শ্রেণিতে অন্যতম বিষয় হিসেবে ইংরেজি থাকতে হবে।
ভেটেনারি ফার্মেসিতে পড়াশোনার সুযোগ
ভেটেনারি ফার্মেসিতে পড়াশোনার সুযোগ
advertisement

এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়া আবশ্যিক। এই কোর্সের জন্য ৩৩ টি আসন তৈরি করা হয়েছে। আবেদনকারীদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৪৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এরপর আবেদনকারীদের মধ্য উচ্চমাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। সেই মেধা তালিকা অনুসরণ করেই ভর্তি হবে। এর জন্য আলাদা করে কোন‌ও প্রবেশিকা পরীক্ষা হবে না। তবে ওপেন স্কুল বা বৃত্তিমূলক বিভাগে যারা দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হবে তারা এই কোর্সে ভর্তি হতে পারবেন না।

advertisement

আর‌ও পড়ুন: ইয়াসের ধাক্কায় খারাপ সোলার লাইট এখনও ঠিক হয়নি! চলাচল করতে প্রবল অসুবিধায় স্থানীয়রা

এছাড়াও আর‌ও বেশ কিছু শর্ত রয়েছে এই ডিপ্লোমা করছে ভর্তি হ‌ওয়ার জন্য। যেমন আবেদনকারীকে অবশ্য‌ই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এছাড়াও ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী ১৭ থেকে ৩১ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারীর। ডিপ্লোমা কোর্সটি মোট দু’বছরের।

advertisement

আগ্রহীদের একটি ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে। যার জন্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তবে উপজাতি এবং তপশিলি জাতির প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে। ফর্ম পূরণ করার সময় টাকা জমা দেওয়ার পর সেই রশিদটি অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে।

এছাড়াও ফর্মের সঙ্গে মাধ্যমিক অথবা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, দ্বাদশ শ্রেণির মার্কশিট ও আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে। ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই ডিপ্লোমা কোর্সে আবেদনের ফর্ম জমা করা যাবে। ৯ অগস্ট মেধা তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াসহ আরও বিস্তারিত তথ্য আগ্রহীরা মূল বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মৈনাক দেবনাথ

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Veterinary Pharmacy: দ্বাদশ শ্রেণির পর পশু চিকিৎসার ওষুধ বিশেষজ্ঞের পড়াশোনার সুযোগ! অনলাইনে ভর্তির আবেদন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল