দক্ষিণ বারাশতের পশ্চিম গাববেরিয়া হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে দক্ষিণ বারাশত শিব দাস আচার্য উচ্চ বিদ্যালয়ে। সোমবার পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা গ্রহণ কেন্দ্রে অ্যাডমিট ফেলে আসে পশ্চিমগাববেড়িয়া এলাকার আনন্দ নস্কর নামে এক ছাত্র। পরীক্ষার গ্রহণ কেন্দ্রে পৌঁছেই সে বুঝতে পারে অ্যাডমিট কার্ডটি আনতে ভুলে গিয়েছে। এ খবর পরীক্ষা গ্রহণ কেন্দ্রের বাইরে থাকা কর্তব্যরত পুলিশকর্মীরা জানতেই ওই ছাত্রকে মোটর বাইকে বসিয়ে তৎক্ষণাৎ নিয়ে চলে যায় তার বাড়িতে এবং সেখান থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে দ্রুত পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ফিরে আসে এবং ওই ছাত্র নির্দিষ্ট সময়ে পরীক্ষা দেওয়া শুরু করে।
advertisement
আরও পড়ুন: সেঞ্চুরি হাঁকাতে লাগল ১৫ বছর, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা এইবছর বেড়ে হল ‘এত’
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অপরদিকে পশ্চিম গাববেরিয়া হাই স্কুলের ছাত্রী রেহেনা গাজী দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয় পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ঢুকে পড়ে কিন্তু অনেক খোঁজাখুঁজির পর তার নাম না দেখতে পেয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়ে। পরীক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে সে জানতে পারে, সে ভুল পরীক্ষাগ্রহণ কেন্দ্রে ঢুকে পড়েছে। তার পরীক্ষার সিট পড়েছে দক্ষিণ বারাসাত শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়ে, এই ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি কর্তব্যরত পুলিশকর্মীরা ওই ছাত্রীকে নিয়ে মোটরবাইকে চেপে পৌঁছে যায় সারদামণি বালিকা বিদ্যালয়ে এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষায় বসে ওই ছাত্রী।
সুমন সাহা





