লাগাতার বৃষ্টির জেরে ব্যান্ডেল সাবওয়ে জলের তলায় চলে গিয়েছে। জল জমেছে ব্যান্ডেল ক্যান্টিন বাজার, লোকোপাড়া, কোদালিয়া, নলডাঙা এলাকায়। এছাড়া চুঁচুড়ার ৩ নম্বর ওয়ার্ড, লিচু বাগান, গ্রিন পার্ক, মিলিটারি কলোনি জলমগ্ন। জল জমেছে চুঁচুড়া স্টেশন, পীরতলা, নবাববাগান, পিয়ারাবাগান সহ একাধিক নিচু এলাকায়। একটানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন ব্যান্ডেল, হুগলি, চুঁচুড়ার বহু মানুষ। রেলের আন্ডারপাসগুলি জলের তলায় চলে যাওয়ায় প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ রেললাইন পারাপার করছে। অন্যদিকে সাইকেল বা বাইক নিয়ে আসা মানুষরা এক কোমর জলের মধ্যে দিয়ে আন্ডার পাসের তলা দিয়ে যাতায়াত করছেন।
advertisement
আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য এগিয়ে এল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, হল এই ব্যবস্থা
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিবছর বৃষ্টি হলেই এই জল যন্ত্রণা ভোগ করতে হয়। প্রশাসন সবটাই জানে, তবুও তারা কোনও পদক্ষেপ নেয় না। এলাকায় নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে এই জল জমার যন্ত্রণা ভোগ করতে হয় বলে এলাকাবাসীদের অভিযোগ।
রাহী হালদার