TRENDING:

Waterlogging Problem: টানা বৃষ্টিতে জল যন্ত্রণা হুগলিতে, একাধিক এলাকা জলমগ্ন

Last Updated:

Waterlogging Problem: লাগাতার বৃষ্টির জেরে ব্যান্ডেল সাবওয়ে জলের তলায় চলে গিয়েছে। জল জমেছে ব্যান্ডেল ক্যান্টিন বাজার, লোকোপাড়া, কোদালিয়া, নলডাঙা এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে হুগলি জেলার একাধিক শহর। সদর শহর চুঁচুড়ার পাশাপাশি ব্যান্ডেলের মত জেলার বিভিন্ন এলাকা কার্যত জলের তলায়। বুধবার থেকে শুরু হওয়া টানার বৃষ্টির জেরে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে পড়ুয়া সকলেই যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়ছে। শুক্রবার সকালেও থামেনি বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার‌ও বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে জমা জলের যন্ত্রণা আরও বাড়ার আশঙ্কা করছে জেলাবাসীরা।
advertisement

লাগাতার বৃষ্টির জেরে ব্যান্ডেল সাবওয়ে জলের তলায় চলে গিয়েছে। জল জমেছে ব্যান্ডেল ক্যান্টিন বাজার, লোকোপাড়া, কোদালিয়া, নলডাঙা এলাকায়। এছাড়া চুঁচুড়ার ৩ নম্বর ওয়ার্ড, লিচু বাগান, গ্রিন পার্ক, মিলিটারি কলোনি জলমগ্ন। জল জমেছে চুঁচুড়া স্টেশন, পীরতলা, নবাববাগান, পিয়ারাবাগান সহ একাধিক নিচু এলাকায়। একটানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন ব্যান্ডেল, হুগলি, চুঁচুড়ার বহু মানুষ। রেলের আন্ডারপাসগুলি জলের তলায় চলে যাওয়ায় প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ রেললাইন পারাপার করছে। অন্যদিকে সাইকেল বা বাইক নিয়ে আসা মানুষরা এক কোমর জলের মধ্যে দিয়ে আন্ডার পাসের তলা দিয়ে যাতায়াত করছেন।

advertisement

আর‌ও পড়ুন: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য এগিয়ে এল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, হল এই ব্যবস্থা

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতিবছর বৃষ্টি হলেই এই জল যন্ত্রণা ভোগ করতে হয়। প্রশাসন সবটাই জানে, তবুও তারা কোন‌ও পদক্ষেপ নেয় না। এলাকায় নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার কারণে এই জল জমার যন্ত্রণা ভোগ করতে হয় বলে এলাকাবাসীদের অভিযোগ।

advertisement

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Waterlogging Problem: টানা বৃষ্টিতে জল যন্ত্রণা হুগলিতে, একাধিক এলাকা জলমগ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল