এলাকার বিভিন্ন নর্দমা উপচে পড়েছে। নর্দমার জল বইছে রাস্তার উপর দিয়ে। সেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যদিন। স্কুল কলেজ থেকে শুরু করে অফিস যাত্রীরাও যাচ্ছেন এই নোংরা জল পেরিয়ে। নোংরা জলের মধ্যে নিত্যদিন বাঁধছে রোগ ব্যাধির সমস্যা। মূলত নর্দমাগুলি একেবারে বুজে এসেছে, যার কারণে নর্দমা থেকে জল বেরিয়ে সেই জল চলে আসছে মানুষের ঘর পর্যন্ত। তার উপরে বৃষ্টির কারণে সেই দুর্ভোগ পৌঁছেছে একেবারে চরমে!
advertisement
আরও পড়ুন: ছাতা মাথায় পড়ান শিক্ষক, ছাতা মাথায় পড়ে পড়ুয়ারা! আজব স্কুল, কেন এমনটা করতে হয় জানেন
এ বিষয়ে হুগলির ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, তারা বারংবার প্রশাসনের দারস্থ হয়েছেন এই দুর্ভোগের কারণে। তবে সঠিকভাবে কোন সুরাহা হয়নি। বরং এই দুর্ভোগ হয়েছে তাদের নিত্যদিনের সঙ্গী।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও এই বিষয় স্থানীয় কাউন্সিলর অমিতাভ মুখার্জী জানান, “ওই জায়গায় সমস্যা আছে, আমার কাছে এলাকার মানুষ অভিযোগ নিয়ে এসেছিলেন। ওই জায়গায় জল জমে থাকছে কিন্তু আগের থেকে কম। সাধারণ মানুষের অবিলম্বে সচেতন হতে হবে, কেননা প্লাস্টিকের বোতল থেকে জামা কাপড় নর্দমায় ফেলছেন, সেগুলো জল জমার কারণ।”
রাহী হালদার





