TRENDING:

জল বাড়ছে! ভাসছ সতীপীঠ কঙ্কালীতলা! গর্ভগৃহেও কি ঢুকে যাবে জল? পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন

Last Updated:

কোপাই নদীর জলস্ফীতিতে বীরভূমের কঙ্কালীতলা সতীপীঠ মন্দির চত্বর জলমগ্ন। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। পূজার কাজ স্বাভাবিক থাকলেও পর্যটকরা দুর্ভোগে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোপাই নদীর জল বাড়তে শুরু করায় জলমগ্ন হতে চলেছে বীরভূমের ঐতিহাসিক সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরের চত্বর। যদিও এখনও পর্যন্ত গর্ভগৃহে জল না ঢুকলেও মন্দির প্রাঙ্গণের বিভিন্ন অংশে ইতিমধ্যেই জল ঢুকেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে মন্দির সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে এবং অন্যত্র পূজোর ব্যবস্থা করা হবে।
কঙ্কালীতলা সতীপীঠে কোপাই নদীর জলস্ফীতিতে জলমগ্ন মন্দির চত্বর! 
কঙ্কালীতলা সতীপীঠে কোপাই নদীর জলস্ফীতিতে জলমগ্ন মন্দির চত্বর! 
advertisement

ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিনিকেতন থানার পুলিশ। চলছে কড়া নজরদারি। মন্দির কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন যৌথভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

বর্ষায় ঘরে-বাইরে কিলবিল করছে সাপ? দরজার সামনে ছিটিয়ে দিন এই ‘গুঁড়ো’! সুরক্ষিত থাকবে পরিবার ও সন্তান!

দামি প্রোডাক্ট নয়, মুশকিল আসান এক চিমটে নুন! বর্ষায় ঘর শুকনো রাখতে চাইলে ট্রাই করে দেখুন এই ঘরের টোটকা! ড্যাম্প উধাও!

advertisement

স্থানীয় পুরোহিতদের বক্তব্য, “এখনও পর্যন্ত গর্ভগৃহে জল ঢোকেনি, পূজার কাজ স্বাভাবিকভাবেই চলছে। তবে যদি জলস্তর আরও বাড়ে, তাহলে পূজা বন্ধ করে দিতে হতে পারে।”

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

এদিকে মন্দিরে আসা বহু পর্যটক ও ভক্ত জলযন্ত্রণায় পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই মন্দির চত্বরে জল জমে থাকায় ফিরে যাচ্ছেন। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজন হলে দ্রুত উদ্ধার ও বিকল্প পূজোর ব্যবস্থা করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জল বাড়ছে! ভাসছ সতীপীঠ কঙ্কালীতলা! গর্ভগৃহেও কি ঢুকে যাবে জল? পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল