TRENDING:

Hidden Fountain: লুকনো ঝর্ণা, স্থানীয়দের কাছেও খবর নেই! বেড়াতে গেলে হাতে পাবেন 'গুপ্তধন'!

Last Updated:

বাঁকুড়ার গুপ্ত ঝর্ণা ! দোলের আগে যদি ইচ্ছে করে তাহলে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়ার গুপ্ত ঝর্ণা ! দোলের আগে যদি ইচ্ছে করে তাহলে একদিনের জন্যে আসতেই পারেন এই লুকোনো জায়গায়। সবুজে ঘেরা জঙ্গল এবং পাহাড়ের মাঝে রয়েছে অপূর্ব সুন্দর একটি ঝর্ণা। বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার খাতড়া শহর সংলগ্ন এলাকায় বনতিল্লা গ্রাম লাগোয়া সেচ ক্যানালের পাশেই এই ঝর্ণা দেখতে পাবেন।
advertisement

তাড়াতাড়ি না এলে দেখতেই পাবেন না এই ঝর্ণা। কারণ মুকুটমণিপুরের কংসাবতী ড্যামে জল ছাড়া হলেই দেখা যায় এই বিশেষ গুপ্ত জল প্রপাত। বেশিরভাগ মানুষ জানেনই না এই ঝর্নার কথা। যারা জানেন তাদের অধিকাংশই স্থানীয়। স্থানীয়রা আসছেন এবং উপভোগ করছেন এই সুন্দর ঝর্ণা।

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

advertisement

সাময়িক ঝর্ণা বলা যেতে পারে। মূলত জল ছাড়া হলেই দেখা যায় এই ঝর্ণাটি। তাছাড়া সুপ্তই থাকে বাঁকুড়ার গুপ্ত ঝর্ণা। স্থানীয় বাসিন্দাদের একাংশের মত, যতদিন জল থাকবে ততদিনই দেখা যাবে এই ঝর্ণা। সবার ঝর্ণার জলে স্নান করতে যাওয়ার সুযোগ হয়না বিভিন্ন কারণে, কিন্তু একদম ঘরের কাছেই পাওয়া যাচ্ছে “লিমিটেড এডিসন” ঝর্ণা।

advertisement

আরও পড়ুনJhargram Tourism: জঙ্গলমহলে ঘুরতে যাচ্ছেন, পর্যটকদের জন্য চালু হচ্ছে দুর্দান্ত পরিষেবা!

মানুষ জানুক, মানুষ আসুক এমনটাই চান স্থানীয়রা। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শান্তি যেন বজায় থেকে এলাকায়। সুন্দর মনোরম পরিবেশের মধ্যে রয়েছে এই ঝর্ণা। সেই পরিবেশ যেন বিঘ্নিত না হয়, এমনটাই চান স্থানীয়রা। তবে আর দেরি নয়, আগামী উইকেন্ডে চলে আসুন, নয়ত মিস হয়ে যাবে এত সুন্দর ঝর্ণা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hidden Fountain: লুকনো ঝর্ণা, স্থানীয়দের কাছেও খবর নেই! বেড়াতে গেলে হাতে পাবেন 'গুপ্তধন'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল