স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্রায় ২০০ টি পরিবার বসবাস করে। কম বেশি প্রায় হাজার খানেক মানুষকে দীর্ঘ ৩ মাস ধরে জল সমস্যায় দিন কাটাতে হচ্ছে। এলাকায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। তার জন্য এলাকার টাইম কলগুলিতে জল পড়ছে না। এমনকি গত কয়েকদিন ধরে টিউবওয়েলগুলিও খারাপ হয়ে পড়ে রয়েছে। বারবার স্থানীয় নেতা থেকে কাউন্সিলার ও পৌরসভাকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।তাই বাধ্য হয়ে ১০ ফুট নিচে খালে নেমে পানীয় জল ও গৃহস্থলির কাজের জন্য জল নিতে হচ্ছে। এক বালতি জল তোলার জন্য তিন জন করে লাগছে। এমনকি জল নিতে গিয়ে ছোট বড় দুর্ঘটনাও ঘটছে।
advertisement
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি বর্ধমান জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন কুমার সাউ জানান, রাজ্যের এটাই দস্তুর। কল থাকলেও থাকে না জল। আর স্কুল থাকলেও থাকে না শিক্ষক। কাউন্সিলার টাকা দিয়ে টিকিট নিয়েছেন। তাই এলাকায় সমস্যা তিনি কেন দেখবেন? কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের দাবি, "জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এলাকায় কাজ চলছে। তাই বিভিন্ন সময়ই কাজ করতে গিয়ে জলের পাইপলাইন কাটা পরায় এই সমস্যা হচ্ছে। ভাঙা টিউব ওয়েলগুলি মেরামতের জন্য পৌরসভাকে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যা মিটে যাবে।" তিনি বলেন, "বিজেপির কথার কোনো উত্তর দেব না। তারা টাকা দিয়ে কাউন্সিলার হওয়ার যে কথা বলছেন সেটা হয়তো তাদের দলেই হয় বলে তারা বলছেন।"