দক্ষিণ শহরতলি মহেশতলার এই এলাকার নিকাশী ব্যবস্থার একেবারে বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। প্রায় কয়েক মাস ধরে এই জল যন্ত্রণায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয়রা। রাস্তার উপরে হাঁটু সমান নোংরা জল ঘেঁটে সমস্ত কাজকর্ম করতে হচ্ছে। পাশাপাশি এই রাস্তা দিয়ে সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের জমা জল মাড়িয়ে স্কুলে যেতে হয়। এছাড়া রাস্তায় জল জমার কারণে বাইক ও সাইকেল থেকে পড়ে অনেকেই ইতিমধ্যে আহত হয়েছে। সেই বিপদ থেকে বাঁচতেঅনেকটা ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
advertisement
আরও পড়ুন: মেশিনে ৫ টাকা দিলেই বেরিয়ে আসবে স্যানিটারি ন্যাপকিন! ছাত্রীরা খুব খুশি
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই সমস্যার কথা বারবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য কয়েকবার রাস্তা অবরোধের করেছিলে তাঁরা। কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। এবারেও বর্ষার বৃষ্টি শুরু হতেই জল জমতে শুরু করেছে। আবারও নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে সকলের একটাই দাবি, দ্রুত এলাকার নিকাশি ব্যবস্থার হাল ফিরিয়ে জল জমার যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে।
সুমন সাহা