গত কয়েকদিনের টানা বৃষ্টির পরে শুক্রবার রাত থেকে আর বৃষ্টি হয়নি নিউটাউনে। কিন্তু তাতে বিশেষ একটা সুবিধা হয়নি এখানকার সংলগ্ন পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। এখনও বহু জায়গায় জমে রয়েছে জল। এই পরিস্থিতিতে এদিন সকাল থেকেই পঞ্চায়েত সদস্যদের নিয়ে পরিস্থিতি মোকাবিলায় পথে নামেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। এক হাঁটুর বেশি জল পার করে ঘুরলেন এলাকায়।
advertisement
আরও পড়ুন: বাংলাদেশি বার্জের ঢেউয়ের ধাক্কায় সমুদ্রে পড়ে গেল মৎস্যজীবী! সাহায্য চাইলেও এগিয়ে এল না কেউ
পরে তিনি জানান, এই পঞ্চায়েত এলাকাটি আশেপাশের থেকে বেশ খানিকটা নিচুতে অবস্থিত। ফলে বৃষ্টি হলেই আশেপাশের এলাকার জল এসে এখানে জমা হয়। তবে বাগজোলা খালের জলস্তর নেমে গেলে এলাকার জল বেরিয়ে যাবে বলে জানান পঞ্চায়েত প্রধান। পাশাপাশি এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি এনকেডিএ-র সঙ্গে ওকথা বলবেন বলেও জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে স্মার্ট সিটি নিউটাউনের লাগোয়া এই পঞ্চায়েতের এমন বেহাল অবস্থা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠ। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা বিরক্ত। পাশাপাশি তাঁদের অভিযোগ, নিউটাউনের উন্নয়নের হাত ধরে সেখানকার এলাকা উঁচু হয়ে যাচ্ছে। তাই তাঁদের দুর্ভোগ আরও বেড়েছে। সব মিলিয়ে নিউটাউনেরষর মত আধুনিক শহরের ঠিক পাশের এলাকার এমন বেহাল অবস্থা মোটেও ভাল বিজ্ঞাপন নয়।
শুভ ঢালি