TRENDING:

Birbhum News: জলের তলায় ব্রিজ, সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটের যোগাযোগ বন্ধ

Last Updated:

Birbhum News: তিলপাড়া জলাধার থেকে ছাড়া হয়েছে পাঁচ হাজার কিউসেক জল, আর তার ফলে বন্যা পরিস্থিতি বীরভূমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ভয়াবহ বর্ষণ বীরভূমে আর তার জেরেই আচমকায় ময়ূরাক্ষী নদীতে বাড়ল জলস্তর। আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট।  সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা।
advertisement

প্রসঙ্গত বৃহস্পতি ও শুক্রবার দু-দিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত আর তারপরেই তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল।শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় ৫০০০ কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর।আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট।

আরও পড়ুন – Paris Olympics 2024: লড়েও হার দীপিকা কুমারী, কোরিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়

advertisement

মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাঁইথিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি পীরতালা ফেরিঘাট ও সাঁইথিয়া তালতলার ফেরিঘাট হয়ে, তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায়। যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন।শুক্রবার মধ্য রাত থেকে জলস্তর বেড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে মোটরবাইক থেকে আরম্ভ করে যে কোনও যানবাহন চলাচল।

advertisement

কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাঁইথিয়া রেল ব্রিজের উপর হয়ে মানুষজন পায়ে হেঁটে ও সাইকেল নিয়ে পারাপার করছেন।পাশাপাশি ঠিক একইভাবে বছর দুই তিন থেকে ভগ্ন দশা নিয়েছে সাঁইথিয়া নতুন ব্রিজ আর তারপর থেকেই একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের উপর দিয়ে।

সেই ব্রিজে এখন কাজের জন্য একরকম বন্ধ করা হয়েছে যান চলাচল।তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের উপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন। যদিও আবহাওয়া দফতর সূত্রে খবর রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় ভারী বর্ষণের আভাস রয়েছে। যদি এদিন সন্ধ্যের পর থেকে আবারবৃষ্টিপাত শুরু হয় তাহলে আরও বহু সমস্যার সম্মুখীন হবেন এলাকার মানুষজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Souvik Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: জলের তলায় ব্রিজ, সাঁইথিয়ার সঙ্গে রামপুরহাটের যোগাযোগ বন্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল