TRENDING:

Water Bell: এই গরমে বাচ্চাদের জল খাওয়া নিয়ে চিন্তা? রাজ্যে প্রথম চালু হল ওয়াটার বেল! কী এই বিষয়টি?

Last Updated:

Water Bell: রাজ্যে প্রথম জলঘন্টা বা ওয়াটার বেল সিস্টেম চালু করা হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: স্কুল ছুটির ঘন্টা নয়। এবার জলঘন্টাতেই উচ্ছ্বাস স্কুল পড়ুয়াদের। রাজ্যে প্রথম জলঘন্টা বা ওয়াটার বেল সিস্টেম চালু করা হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা চক্রের ৩০নং আন্ডরিণ প্রাথমিক বিদ্যালয়ে। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এক ঘন্টা অন্তর স্কুল বেজে ওঠে এই জলঘন্টা।
রাজ্যে চালু ওয়াটার বেল
রাজ্যে চালু ওয়াটার বেল
advertisement

মিড ডে মিল খাওয়ার ডাইনিং রুমের পাশেই হাত ধোয়ার জন্য রয়েছে ১০টি পয়েন্ট। সেখানেই রয়েছে চারটি ওয়াটার পিউরিফায়ার যন্ত্র। রয়েছে ট্যাপ লাগানো জলের কুজো। রয়েছে জল ঠান্ডা পানীয় জলের যন্ত্রও।

আরও পড়ুন: রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট! চলবে তাপপ্রবাহ! বৃষ্টির দিনক্ষণও জানাল হাওয়া অফিস

আর ঘন্টা বেজে উঠতেই লাইন দিয়ে দাঁড়িয়ে জলপান করে স্কুলের সব ছাত্রছাত্রীরা। আর ঘন্টা বেজে উঠতেই লাইন দিয়ে দাঁড়িয়ে জলপান করে স্কুলের সব ছাত্রছাত্রীরা। ছাত্র ইশান মণ্ডল বলে, ”আমরা ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে জল পান করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ি। স্কুলে এসে এইভাবে প্রতিদিন আমরা নিয়ম করে চারবার জল খাই।” ছাত্রী পারভিন সুলতানা বলে, ”জল আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। এই গরমে জল না খেলে আমরা অসুস্থ হয়ে পড়ব। সেই কারণেই আমাদের স্কুলে জলঘন্টার ব্যবস্থা করা হয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, ”মূলত জল খাওয়ার অভ্যাস স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করতে এই উদ্যোগ। তারা যাতে বাড়িতে থেকেও জল খাওয়ার অভ্যাস বজায় রাখে সেটাই আমাদের লক্ষ্য।”

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Water Bell: এই গরমে বাচ্চাদের জল খাওয়া নিয়ে চিন্তা? রাজ্যে প্রথম চালু হল ওয়াটার বেল! কী এই বিষয়টি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল