মিড ডে মিল খাওয়ার ডাইনিং রুমের পাশেই হাত ধোয়ার জন্য রয়েছে ১০টি পয়েন্ট। সেখানেই রয়েছে চারটি ওয়াটার পিউরিফায়ার যন্ত্র। রয়েছে ট্যাপ লাগানো জলের কুজো। রয়েছে জল ঠান্ডা পানীয় জলের যন্ত্রও।
আরও পড়ুন: রবিবার থেকে দক্ষিণবঙ্গের ৬ জেলায় রেড অ্যালার্ট! চলবে তাপপ্রবাহ! বৃষ্টির দিনক্ষণও জানাল হাওয়া অফিস
আর ঘন্টা বেজে উঠতেই লাইন দিয়ে দাঁড়িয়ে জলপান করে স্কুলের সব ছাত্রছাত্রীরা। আর ঘন্টা বেজে উঠতেই লাইন দিয়ে দাঁড়িয়ে জলপান করে স্কুলের সব ছাত্রছাত্রীরা। ছাত্র ইশান মণ্ডল বলে, ”আমরা ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে জল পান করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ি। স্কুলে এসে এইভাবে প্রতিদিন আমরা নিয়ম করে চারবার জল খাই।” ছাত্রী পারভিন সুলতানা বলে, ”জল আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। এই গরমে জল না খেলে আমরা অসুস্থ হয়ে পড়ব। সেই কারণেই আমাদের স্কুলে জলঘন্টার ব্যবস্থা করা হয়েছে।”
advertisement
প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, ”মূলত জল খাওয়ার অভ্যাস স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করতে এই উদ্যোগ। তারা যাতে বাড়িতে থেকেও জল খাওয়ার অভ্যাস বজায় রাখে সেটাই আমাদের লক্ষ্য।”