TRENDING:

Cauliflower Roast Recipe: পোস্ত, কাজু বাদাম, টক দই... মাংসের বদলে ফুলকপির রোস্ট বানিয়ে ফেলুন সহজে, আঙুল চাটতে হবে! দেখুন ভিডিও

Last Updated:

Cauliflower Roast Easy Recipeরইল একটি চমৎকার রেসিপি, ফুলকপির রোস্ট। আর এই ফুলকপি রোস্ট বানাতে গেলে কী কী ব্যবহার করবেন, জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনার: মুরগি বা খাসির মাংসের রোস্ট ভুড়িভোজের মেনুতে মেলে বছরভর। এবার সেই পদই তৈরি করুন শীতের সবজি দিয়ে। রইল একটি চমৎকার রেসিপি, ফুলকপির রোস্ট। আর এই ফুলকপি রোস্ট বানাতে গেলে কী কী ব্যবহার করবেন, জেনে নিন।
advertisement

মাঝারি সাইজের ফুলকপি নিন, সঙ্গে আদা, কাঁচা লঙ্কা, এক চামচ টক দই, কাজু বাদাম, পোস্ত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গরম মশলার গুঁড়ো, ঘি, সরষের তেল, সাদা তেলচিনি, স্বাদ মতো নুন। কাজুবাদাম ও পোস্ত একসঙ্গে ১ ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন। আদা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন।

advertisement

এরপর ফুলকপিটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এর মধ্যে কাজু-পোস্ত বাটা, ফেটানো টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সরষের তেল দিয়ে ভাল করে মেখে ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে নিন।

আরও পড়ুন: দুর্যোগ থেকে রেহাই নেই, পশ্চিমী ঝঞ্ঝা-ঘূর্ণাবর্ত-নিম্নচাপের কোপে প্রবল বৃষ্টি, লণ্ডভণ্ড হবে বাংলা, বহু জেলার শিরে সংক্রান্তি!

advertisement

View More

এরপর একটি কড়াই গরম করুন। তাতে সাদা তেল ও ঘি একসঙ্গে গরম করে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন। তাতে আদা ও লঙ্কা বাটা দিয়ে দিন। আদা ও লঙ্কা বাটা কষা হয়ে গেলে তাতে ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দিন। তারপর ভাল করে নেড়ে নিন। এবার সেটা ঢাকনা দিয়ে দিন ১৫-২০ মিনিটের জন্য। ফুলকপি থেকে জল বেরিয়ে আধ সেদ্ধ হয়ে যাবে।

advertisement

কড়াইতে তেল ছাড়তে শুরু করলে তাতে অল্প গরম জল ঢেলে দিয়ে ফুটতে দিন। ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি ও গরম মশলা দিয়ে ভাল করে মিশিয়ে আরও ১-২ মিনিট রান্না করে নামিয়ে নিন। ভাত, পোলাও বা লুচির সঙ্গে পরিবেশন করুন ফুলকপির রোস্ট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cauliflower Roast Recipe: পোস্ত, কাজু বাদাম, টক দই... মাংসের বদলে ফুলকপির রোস্ট বানিয়ে ফেলুন সহজে, আঙুল চাটতে হবে! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল