আরও পড়ুন: SSC রায়ে ১১ জনের চাকরি গিয়েছে, সাড়ে পাঁচ হাজার পড়ুয়ার স্কুলে এখন মোটে ৩০ জন শিক্ষক!
পুরুলিয়ার ঐতিহ্য কাড়া লড়াই। আর এই ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরতেই এই অভিনব পদ্ধতিতে মনোনয়ন দাখিল করলেন কর্মী সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাত। এদিন রাঁচি রোডের গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়। কাড়ার পিঠে চেপে মনোনয়নপত্র দাখিলে সামিল হন বহু কুড়মি যুবক। বহু কর্মী সমর্থক এই মিছিলে পা মেলান। একবারে হলুদ রাঙা মিছিল হয়ে ওঠে গোটা রাঁচি রোড চত্ত্বর। এই বিষয়ে প্রার্থী অজিত প্রসাদ মাহাত বলেন, পুরুলিয়ার শিল্প সংস্কৃতিতে কাড়া লড়াই অন্যতম। সেই ঐতিহ্য তুলে ধরতেই এমন সিদ্ধান্ত।
advertisement
প্রথমবার ভোটের ময়দানে দাঁড়ালেও নিজের জয়ের ব্যাপারে তিনি সম্পূর্ণ আশাবাদী বলে জানিয়েছেন অজিত প্রসাদ মাহাত। মানুষের সাড়াও যথেষ্ট ভাল পাচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেন, কাড়া খুবই শান্ত। এই কাড়া নিয়ে প্রচারও হয়েছে। সকালবেলা খাবার, জল খাইয়ে কাড়াকে নিয়ে আসা হয় মনোনয়নের জন্য। এই কাড়ার বয়স ১২ বছর।
আরও পড়ুন: দুর্গা-কালী-শিব তিন দেবতার নামে জয়ধ্বনি দিয়ে বাংলায় বক্তব্য শুরু মোদির
ভোট বিশেষজ্ঞদের হিসেব বলছে, এবারের লোকসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রের অন্যতম নির্ণায়ক শক্তি হতে পারেন কুড়মি সমাজের প্রার্থী অজিত প্রসাদ মাহাত। তারই যেন ছাপ দেখা গেল মনোনয়ন পেশকে কেন্দ্র করে।
শর্মিষ্ঠা ব্যানার্জি