আরও পড়ুন- মেয়েরা কখন পায়ের উপর পা তুলে বসেন? এত দিন ভাবতেন ‘ক্রস লেগড’-এর আসল কারণ আলাদা? তা নয়…সঠিক জানুন
রূপোর গয়না পরতে ভালবাসেন? বড় খবর! সরকার চালু করতে চলেছে এই নিয়ম! না জানলে পস্তাবেন
পকেটে মাত্র ১০০ টাকা থাকলেই সন্ধে হবে জমজমাট। আধুনিকতায় ঐতিহ্যের ছোঁয়া পেতে প্রিয় মানুষ বা বন্ধু-বান্ধবকে নিয়ে ঘুরে আসতে পারেন মটকা তন্দুর চা-এ। তবে নাম শুনে ভুল করবেন না এখানে শুধু চা নয়, চায়ের সঙ্গে আপনি পেয়ে যাবেন মন ভাল করা নানান রকমের স্ন্যাকস। বাঙালি আড্ডা মারবে আর সেখানে শুধু চা ছাড়া আর কিছু খাবে না সেটা আবার হয় নাকি?
advertisement
এখানে আপনি পাবেন মাত্র ৫০ টাকায় ফিশ ফ্রাই, চিকেন পপকর্ন তাও আবার বিক্রি হয় ওজনে, মকটেল পাবেন মাত্র ৪০ টাকায়। বছর তিনেক আগে দুই ভাই মিলে বর্ধমানের উল্লাস এলাকায় শুরু করেছিলেন দোকান। উল্লাস এলাকায় ফুটপাত থেকে দোকান সরিয়ে দেওয়াতে বর্তমানে জাতীয় সড়কের ধারে দোকান বা ছোট্ট ক্যাফেটি নতুন করে শুরু করেছেন তারা। মাটির হাঁড়িতে চা বানিয়ে মন কাড়ছেন তরুণ প্রজন্মের, সঙ্গে রয়েছে বেশ কয়েক রকমের স্ন্যাকস এবং মকটেল।
বিশ্বজিৎ মালি জানান, কম লাভ রেখে ৪০ টাকায় মকটেল দেওয়া যায় সেটা আমরা প্রমাণ করেছি। আমাদের মূল লক্ষ্য হল তরুণ প্রজন্মের জন্য খাবারের দাম পকেট ফ্রেন্ডলি রাখা। যাতে কম খরচে তারা বন্ধুবান্ধবদের সাথে এসে সময় কাটাতে পারে। বাঙালি আর আড্ডা, এই দুটো শব্দ একে অপরের পরিপূরক। আর আড্ডা মানেই তো এক কাপ ধোঁয়া ওঠা চা, সাথে কিছু মুখরোচক স্ন্যাকস। বর্ধমানের ১৯ নং জাতীয় সড়কের ধারের এই ছোট্ট ক্যাফে আপনার জন্য হতে পারে আদর্শ জায়গা।