কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে ঢেউ খেলানও চিতিপাহাড় বা লম্বা পাহাড়। সহজে সেই পাহাড়ে উঠতে পারবে পর্যটকরা। পাহাড়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে তার চারপাশে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা তালগাছ। তাল গাছের নীচে সবুজ ঘাসের উপর বসে উপভোগ করা যাবে ঢেউ খেলানও পাহাড়ের অপরূপ সৌন্দর্য।অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে রয়েছে চিতিপাহাড়। ঝাড়গ্রাম থেকে সোজা চলে যেতে হবে ৪০ কিলোমিটার বেলপাহাড়ি। বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় রাস্তা ধরে কয়েক কিলোমিটার এগোনোর পরেই পড়বে নটাচুয়া গ্রাম।
advertisement
আরও পড়ুন : স্বপ্নের গ্রাম, একবার ঢুঁ না মারলে বড় মিস, ঝাড়গ্রাম বেড়াতে গেলে যাবেন নিশ্চিয়ই
নটাচুয়া গ্রাম ঢোকার মুখেই চোখে পড়বে বাঁ হাতে সারি সারি ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তালগাছ। আর তার ঠিক পিছনেই সুবিশ্চিত সুন্দরভাবে রয়েছে চিতিপাহাড়। পাহাড়টি অতিরিক্ত খাড়া না হওয়ার কারণে সহজেই পাহাড়ের উপরে ওঠা যেতে পারে। পাহাড়টি যথেষ্ট লম্বা হওয়ায় স্থানীয় মানুষজন বিভিন্ন নামে ডেকে থাকে। চিতিপাহাড়কে কেউ আবার লম্বা বন বা লম্বা পাহাড় নামেও ডাকা হয়।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
বিশেষ বৈশিষ্ট্য হল পাহাড়টির পূর্ব প্রান্তে সাদামাটি পাওয়া যায়। ওই জায়গাটিকে এলাকার মানুষজন ধব মাটি নামে ডেকে থাকে। এই বসন্ত উৎসবের ছুটিতে অরণ্য সুন্দরী বেড়ানওর পাশাপাশি এই চিতিপাহাড় বা লম্বা পাহাড় একবার ঘুরে গেলে বসন্ত উৎসবের আনন্দটা হয়ে উঠবে দ্বিগুণ।
বুদ্ধদেব বেরা