TRENDING:

Tourism : বসন্ত উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে চান? চলে আসুন তাল গাছে ঘেরা লম্বা পাহাড়ে

Last Updated:

আর মাত্র কয়েকটা দিন তারপরেই বসন্ত উৎসব। হাতে পাওয়া যাবে কয়েকটা দিন ছুটি। বসন্ত উৎসবে একবার ঘুরে আসুন অরণ্য সুন্দরীর লম্বা পাহাড় বা চিতিপাহাড় থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : শীতের শুরু মানে বাঙালির মন বেড়ানোর জন্য আবদ্ধ থাকতে চায় না চার দেওয়ালের মধ্যে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে ভ্রমণের জন্য। কিন্তু এবার তো শীত শেষ শুরু হচ্ছে গ্রীষ্মের আগমন। শীতের শুরু গ্রীষ্মের আগমনের মাঝে রয়েছে বসন্ত উৎসব। উৎসবের মেজাজের পাশাপাশি হাতে থাকছে বেশ কয়েকটা দিন ছুটি। এই ছুটিতে কোথায় ঘুরতে যাওয়া যায় তা নিয়ে নিজেদের মধ্যে হাজারও দ্বন্দ্ব থাকে। কিন্তু কলকাতা থেকে খুব কাছেই এমন একটা ডেস্টিনেশন রয়েছে যা বসন্ত উৎসবের আনন্দটাকে দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে।
advertisement

কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে ঢেউ খেলানও চিতিপাহাড় বা লম্বা পাহাড়। সহজে সেই পাহাড়ে উঠতে পারবে পর্যটকরা। পাহাড়ের সৌন্দর্য বৃদ্ধি করেছে তার চারপাশে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা তালগাছ। তাল গাছের নীচে সবুজ ঘাসের উপর বসে উপভোগ করা যাবে ঢেউ খেলানও পাহাড়ের অপরূপ সৌন্দর্য।অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে রয়েছে চিতিপাহাড়। ঝাড়গ্রাম থেকে সোজা চলে যেতে হবে ৪০ কিলোমিটার বেলপাহাড়ি। বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় রাস্তা ধরে কয়েক কিলোমিটার এগোনোর পরেই পড়বে নটাচুয়া গ্রাম।

advertisement

আরও পড়ুন : স্বপ্নের গ্রাম, একবার ঢুঁ না মারলে বড় মিস, ঝাড়গ্রাম বেড়াতে গেলে যাবেন নিশ্চিয়ই

নটাচুয়া গ্রাম ঢোকার মুখেই চোখে পড়বে বাঁ হাতে সারি সারি ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তালগাছ। আর তার ঠিক পিছনেই সুবিশ্চিত সুন্দরভাবে রয়েছে চিতিপাহাড়। পাহাড়টি অতিরিক্ত খাড়া না হওয়ার কারণে সহজেই পাহাড়ের উপরে ওঠা যেতে পারে। পাহাড়টি যথেষ্ট লম্বা হওয়ায় স্থানীয় মানুষজন বিভিন্ন নামে ডেকে থাকে। চিতিপাহাড়কে কেউ আবার লম্বা বন বা লম্বা পাহাড় নামেও ডাকা হয়।

advertisement

View More

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বিশেষ বৈশিষ্ট্য হল পাহাড়টির পূর্ব প্রান্তে সাদামাটি পাওয়া যায়। ওই জায়গাটিকে এলাকার মানুষজন ধব মাটি নামে ডেকে থাকে। এই বসন্ত উৎসবের ছুটিতে অরণ্য সুন্দরী বেড়ানওর পাশাপাশি এই চিতিপাহাড় বা লম্বা পাহাড় একবার ঘুরে গেলে বসন্ত উৎসবের আনন্দটা হয়ে উঠবে দ্বিগুণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tourism : বসন্ত উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে চান? চলে আসুন তাল গাছে ঘেরা লম্বা পাহাড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল