TRENDING:

West Medinipur News: এখানে ইট-পাথর কথা বলে, দাঁতনে আত্মপ্রকাশ বৌদ্ধ ইতিহাস ক্ষেত্রের... সে কাহিনি চমকে দেবে

Last Updated:

মাটি খুঁড়ে উদ্ধার হয় মোগলমারি বৌদ্ধ বিহার। যা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত এবং ভারতের বাইরে সারা পৃথিবীর কাছে এক অন্যতম প্রত্নক্ষেত্র। এর প্রতিটি ইটে লেগে রয়েছে নানার ইতিহাসের কথা। তবে দেওয়ালের এই একাধিক মূর্তি বর্ণনা দেয় পঞ্চম ষষ্ঠ শতাব্দীর সময়ে শিল্প ভাবনাকে, তৎকালীন দিনের ইতিহাসকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: লেগে রয়েছে ইতিহাসের গন্ধ। নানা ইতিহাস। মাটি উৎখননে বেরিয়ে এসেছে একসময়ের সম্ভ্রান্ত নানা কাহিনী। বাংলার সীমানা দাঁতনে আত্মপ্রকাশ ঘটেছে বৌদ্ধ ইতিহাস ক্ষেত্রের। বেশ কয়েক বছর আগে সামান্য একটি ঢিবি উৎখননে আত্মপ্রকাশ পেয়েছে মোগলমারি বৌদ্ধবিহার। এই মোগলমারিতেই মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে বৌদ্ধ সময়কালের মহাবিহারটি। প্রতিদিন বহু মানুষ ঘুরতে আসেন এই ইতিহাস ক্ষেত্রে, ছোটদের পড়ার ইতিহাস বইতেও ঠাঁই পেয়েছে মোগলমারি বৌদ্ধ বিহার ইতিহাসের নানা কথা। তবে এখানে এলেই দেখা মিলবে দেওয়ালে খোদিত রয়েছে একাধিক মূর্তি।
advertisement

ইতিহাস গবেষকেরা মনে করেন, এই মূর্তি আসলে স্টাকো মূর্তি। মনে করা হয়, এই মহাবিহারের চারিদিকের দেওয়ালে খোদিত ছিল বিভিন্ন আকৃতির বৌদ্ধ দেবদেবীর এই মূর্তি। একাধিক ধ্বংসপ্রাপ্ত হলেও এখনও বেশ কিছু অক্ষত রয়েছে। তবে প্রাকৃতিক কারণে তাও ধ্বংসের পথে। মনে করা হয়, মহাবিহারের বাইরের দেওয়ালে অলংকরণের জন্য এই ধরনের বৌদ্ধ দেবদেবীর স্টাকো মূর্তি নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে। যা এখনও মোগলমারি বৌদ্ধ বিহারের একটি দেওয়ালে অক্ষত রয়েছে। তাকে সংরক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

মাটি খুঁড়ে উদ্ধার হয় মোগলমারি বৌদ্ধ বিহার। যা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত এবং ভারতের বাইরে সারা পৃথিবীর কাছে এক অন্যতম প্রত্নক্ষেত্র। এর প্রতিটি ইটে লেগে রয়েছে নানার ইতিহাসের কথা। তবে দেওয়ালের এই একাধিক মূর্তি বর্ণনা দেয় পঞ্চম ষষ্ঠ শতাব্দীর সময়ে শিল্প ভাবনাকে, তৎকালীন দিনের ইতিহাসকে। ইতিহাস গবেষকদের মতে, মোগলমারি বৌদ্ধবিহারে যে মহাবিহার এবং বিহারিকা পাওয়া গিয়েছে তার মধ্যে শুধুমাত্র মহাবিহারে রয়েছে এই ধরনের মূর্তি। মূলত দেওয়াল অলংকরণে এই ধরনের মূর্তি নির্মিত হয়েছিল। স্বাভাবিকভাবে শুধু মোগলমারী বৌদ্ধ বিহারের ইতিহাস নয়, প্রতিটি ইটে যেমন লেগে রয়েছে ইতিহাসের নানা কথা, তেমনই এই ধরনের মূর্তি প্রকাশ করে পঞ্চম ষষ্ঠ সময়ের শিল্পভাবনাকেও। যা এককালের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এখানে ইট-পাথর কথা বলে, দাঁতনে আত্মপ্রকাশ বৌদ্ধ ইতিহাস ক্ষেত্রের... সে কাহিনি চমকে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল