দেগঙ্গার কার্তিকপুরের বাসিন্দা পরিমল দাস, স্ত্রী মঞ্জু দাস থাকেন দেগঙ্গার কার্তিকপুরে। স্বামী স্ত্রী দুজনেরই ভোটার লিস্টে নাম থাকলেও আবার তারা বাংলাদেশের চট্টগ্রামের রাউজা গ্রামের বাসিন্দা, সেখানকার ভোটার লিস্ট অনুযায়ীও ভোট দেন। দীপক দাস, স্ত্রী মৌরি দাস দেগঙ্গার কার্তিকপুরের বাসিন্দা, এখানকার ভোটার লিস্টে নাম, আবার বাংলাদেশেও ভোটার লিস্টে নাম। এখানেও মাঝেমধ্যে থাকেন, বাংলাদেশও থাকেন।
advertisement
দীপক দাসের দাদা কাজল দাস বলেন, দীপক দাসের এদেশে ভোটার লিস্টে নাম রয়েছে। বাংলাদেশে যাতায়াত করেন কখনও কখনও। তিনি বলেন, শিলিগুড়িতে থাকেন, কখনও বলেন জলপাইগুড়ি থাকেন। কিন্তু এলাকার মানুষের দাবি কখনওই তারা এখানে এসে বসবাস করেনি কিন্তু ভোটার লিস্টে নাম রয়েছে। একই ব্যক্তি কিন্তু দুই দেশের বাসিন্দা, দুই দেশে ভোটার লিস্টে না্ এদেশে মাঝেমধ্যে থাকেন, বাংলাদেশও থাকেন।
আরও পড়ুন: কী হচ্ছে IIT Kharagpur-তে! একের পর এক পড়ুয়ার মৃত্যু! কারণ খুঁজতে ক্যাম্পাসে ফরেন্সিক দল
বিজেপির দাবি, ভোটের ফসল তুলতেই তৃণমূল অবৈধভাবে বাংলাদেশীদের নাম এদেশের ভোটার লিস্টে তুলেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, “সীমান্তবর্তী এলাকা বিএসএফের নজরদারি তারপরেও কীভাবে বাংলাদেশিরা এদেশে ভোটার লিস্টে নাম ওঠে সবটাই বিজেপির চক্রান্ত। আমরা বারবার সরব হয়েছি অবৈধ ভোটার লিস্টে নাম তোলা নিয়ে নির্বাচন কমিশনে। বিজেপি দেখে ফলে তারাই ইচ্ছাকৃতভাবে অবৈধ নাম ভোটার লিস্টে নাম ঢুকিয়ে ভোটের ফায়দা তোলার চেষ্টা করছে।”