TRENDING:

একই এপিক নম্বরে ২ ভোটার! ভোটার তালিকা থেকে বাদ আসল ভোটার, কীভাবে সম্ভব? দায়ের অভিযোগ

Last Updated:

ঠিকানা, বাবার নাম পরিবর্তন করে ভোট হাতিয়ে নেওয়ার অভিযোগ রাজারহাটের এক ব্যক্তির বিরুদ্ধে, বাগদার বিডিওর দ্বারস্থ প্রাণকৃষ্ণ বিশ্বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বনগাঁ, উত্তর ২৪ পরগনা, অনিরুদ্ধ কির্তনীয়া: ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শোরগোল দেখা যায়। তবে ইদানিং যেসব ঘটনা সামনে আসতে দেখা যাচ্ছে তার রীতিমতো চিন্তার। কেন চিন্তার কারণ? তাহলে চলুন দেখে নেওয়া যাক। গাইঘাটার পর এবার বাগদা! ঠিকানা, বাবার নাম পরিবর্তন করে ভোট হাতিয়ে নেওয়ার অভিযোগ রাজারহাটের এক ব্যক্তির বিরুদ্ধে, বাগদার বিডিওর দ্বারস্থ প্রাণকৃষ্ণ বিশ্বাস।
একই এপিক নম্বরে দুই ভোটার
একই এপিক নম্বরে দুই ভোটার
advertisement

ভোটার কার্ডের নাম, এপিক নম্বর এক রেখে শুধুমাত্র ঠিকানা এবং বাবার নাম পরিবর্তন করে ভোটার কার্ড বানানোর অভিযোগ উঠল রাজারহাট নিউটাউনের এক ব্যক্তির বিরুদ্ধে। যার ফলে বাগদার প্রাণকৃষ্ণ বিশ্বাসের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে এমনই অভিযোগ।

আরও পড়ুন: ফোনে ১২০ টাকার লটারি বুক করেছিলেন প্যারা টিচার, হাতে পান নি টিকিট! রেজাল্ট বেরোতেই জ্ঞান হারানোর অবস্থা…

advertisement

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদার রানিহাটি গ্রামের বাসিন্দা প্রাণকৃষ্ণ বিশ্বাসের ২০১৬, ২০১৯, ২০২০ সালের ভোটার তালিকায় নাম রয়েছে। তিনি ভোট দিচ্ছিলেন সমস্ত নির্বাচনে। রামকৃষ্ণ বিশ্বাসের অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে গিয়ে জানতে পরে তার ভোট কাটা গিয়েছে। খোঁজ নিয়ে প্রাণকৃষ্ণ জানতে পারেন, তার এপিক নম্বরে রাজারহাট নিউটাউনে ভোট রয়েছে। যেখানে প্রাণকৃষ্ণের নাম এবং এপিক নম্বর এক, শুধুমাত্র বাবার নাম হেমেন্দ্রনাথ বিশ্বাসের জায়গায় দুলাল চন্দ্র বিশ্বাস এবং ঠিকানা পরিবর্তন করে রাজারহাট করা হয়েছে। ভোটার কার্ড ফিরে পেতে বাগদার বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন বাগদার প্রাণকৃষ্ণ।

advertisement

আরও পড়ুন: ছুরির আঘাতে যুবকের মৃ*ত্যু! পাল্টা বাইকবাহিনীর তাণ্ডব অভিযুক্তদের বাড়িতে, আতঙ্ক আর আতঙ্ক সোনারপুরে

অভিযোগ পেয়ে বাগদার বিডিও প্রসূন কুমার প্রামানিক জানিয়েছেন, ওই ব্যক্তি একটি অভিযোগ করেছেন। তিনি এখানকার ভোটার ছিলেন। শেষ কয়েকটি ভোটার তালিকাতেও তার নাম ছিল। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একই এপিক নম্বরে ২ ভোটার! ভোটার তালিকা থেকে বাদ আসল ভোটার, কীভাবে সম্ভব? দায়ের অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল