নির্বাচনী প্রচার শুরুর আগে পুজো দেন এলাকার বুড়ো মায়ের মন্দিরে। এরপর ছাতা মাথায় প্রচারে নামেন তিনি। এই প্রসঙ্গে বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডঃ শর্মিলা সরকার বলেন, “প্রত্যেকদিন সকালে ঠাকুরের কাছে পুজো দিয়েই প্রচার শুরু করছেন। তিনি সকালবেলা যখন বাড়ি থেকে বের হন তখন ঠাকুরকে প্রণাম করেই বেরোন এবং প্রচারের ক্ষেত্রেও তিনি সেই একই কাজ করছেন। তিনি বলেন তার অন্য এক ধর্ম হল কাজ। তাই তিনি সকাল বেলা ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েন কাজের জন্য।”
advertisement
দিন কয়েক আগেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। যদিও, প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ময়দানে নেমেছেন প্রার্থীরা। বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগে হাত লাগিয়েছেন তারা। সেরকমই বুধবার সেই ছবি ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে।
আরও পড়ুন: বলুন তো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অধিকাংশ মানুষই কিন্তু ভুল জানেন, আপনি জানেন?
বর্ধমান পূর্বের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডঃ শর্মিলা সরকার আরও বলেন, “বিভিন্ন প্রকল্প মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি। তিনি যেহেতু স্বাস্থ্য থেকে এসেছেন, সে কারণে স্বাস্থ্য এবং শিক্ষার উপর তিনি সমান ভাবে গুরুত্ব দিতে চাইছেন বলে জানান। তিনি বলেন তিনি প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চান। সাধারণ মানুষের কাছেও তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন।”
বুড়োমা মন্দিরে পুজো দিয়ে বৃষ্টিকে উপেক্ষা করেই, ছাতা মাথায় জনসংযোগে বেরিয়ে পড়েন ড: শর্মিলা সরকার। তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন বহু মহিলা।উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
—– বনোয়ারীলাল চৌধুরী