সীমান্ত থেকে সুন্দরবনের ১১ টি থানার দশটি ব্লকে এবার প্রায় ১৬০০ দুর্গাপুজো হচ্ছে। বিশেষ করে মহিলা পুজো উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। এবার দশভুজার আরাধনায় রাজ্যের বসিরহাটের পূজায় এক আলাদা ঐতিহ্য রয়েছে। একদিকে বনেদি বাড়ি, জমিদার বাড়ি, রাজবাড়ির পুজো দেখতে বহু দর্শনার্থীরা এসে জমায়েত হয় বসিরহাটে। পাশাপাশি দুই বাংলার বিসর্জন ঘিরেও প্রচুর মানষের জমায়েত হয় সীমান্তে।
advertisement
আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল তিনটি কামরা, এলাকায় বিরাট চাঞ্চল্য
বসিরহাটের ঠাকুর দেখতে এবার আর চিন্তা নেই দর্শনার্থীদের। বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে কিউআর কোড স্ক্যান করলেই জিপিআরএস চলে আসবে। সেখান থেকে গুগল করলেই দেখা যাবে কোন পথে গেলে কোন ঠাকুর দেখা যাবে। পাশাপাশি কোনও অপপ্রচার বা অপরাধমূলক কাজ হলে কড়া হাতে দমন করবে পুলিশ। ২৪ ঘণ্টা পিঙ্ক মোবাইল ভ্যান সঙ্গে উইনারস বাহিনীর সদস্যরা থাকবেন পুলিশের তরফ থেকে।