পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত হল মঙ্গলকোট। আর এই মঙ্গলকোটেই রয়েছে কবি কুমুদ রঞ্জন মল্লিকের জন্মভিটে। মনোরম পরিবেশে, নির্জন জায়গায়, একদম অজয় নদের ধারেই রয়েছে কবির বাড়ি। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে জন্মগ্রহণ করেছিলেন কবি কুমুদ রঞ্জন মল্লিক। বর্তমানে তাঁর জন্মভিটে অনেকের কাছে দর্শনীয় স্থান।
advertisement
মঙ্গলকোটের নতুনহাট বাসস্ট্যান্ড থেকে সামান্য দুরত্বেই অবস্থিত কোগ্রাম এবং গ্রামের একদম শেষ সীমান্তে অজয় নদের কিনারে অবস্থিত কবির জন্মভিটে। কবির গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে অজয় ও কুনুর নদী। কবির সঙ্গে নদ-নদীর যোগ আজন্মকাল। যার ফলস্বরূপ মন ছুঁয়ে যাওয়া এমন চরণ আমরা উপহার পাই। বর্তমানে কবির জন্মভিটেতে বংশধররা কেউ থাকেননা । তবে বাড়ি দেখাশোনা করার জন্য রয়েছে কেয়ারটেকার। কেয়ারটেকারদের কাছে জানা গিয়েছে কর্মসূত্রে কবির বংশধরেরা সকলেই কলকাতায় থাকেন। তবে শীতের সময় বংশধরেরা অনেকেই আসেন এই জায়গায়।
কোগ্রাম গ্রামের একদম শেষ প্রান্তে রয়েছে কবির জন্মভিটে। এছাড়াও নতুনহাট থেকে টোটো করলে সহজেই পৌঁছে যাবেন কবির বাড়িতে। নির্জন পরিবেশে নদীর ধারে অবস্থিত কবির বাড়ি দেখলে মুগ্ধ হবেন আপনারাও। তবে কবির বাড়িতে রাত্রি যাপনের অথবা খাওয়ার কোনও ব্যবস্থা নেই।
বনোয়ারীলাল চৌধুরী