এই ধরনের কার্যকলাপ সমস্ত তৈরি করতে পারে ও এইচই-র ট্রিপিংয়ের ফলে ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে এবং তার ফলে ট্রেন চলাচল বন্ধ হওয়ার কারণে যাত্রী হয়রানি হয়। তারের দুর্ঘটনাজনিত যোগাযোগের কারণে মারাত্মক বৈদ্যুতিক আঘাতের ঝুঁকি-সহ গুরুতর নিরাপত্তাজনিত বিপত্তি। উচ্চ ওভারহেডের সঙ্গে আটকে থাকা ঘুড়ির সুতো শুধুমাত্র ঘুড়ি উড়ানোর জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে না কিন্তু একইসঙ্গে যারা দুর্ঘটনাক্রমে বিশেষ করে আর্দ্র আবহাওয়ায় এই ধরনের সুতো স্পর্শ করতে পারে তারা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা।
advertisement
ঘুড়ি ওড়ানোর ক্ষেত্রে রেললাইন থেকে যথেষ্ট নিরাপদ দূরত্বে ঘুড়ি ওড়ানোর নির্দেশিকা, যাতে ভুলবশত কেউ রেলওয়ে ওভারহেড লাইন সংলগ্ন এলাকায় ঘুড়ি ওড়ানো থেকে বিরত রাখতে রেলের বিজ্ঞপ্তি। রেলওয়ে ওভারহেড লাইনের কাছে ঘুড়ি ওড়ানো বন্ধ করতে পূর্ব রেলওয়ে সকল শ্রেণির মানুষের কাছ থেকে সহযোগিতার আশা করে, যা শুধুমাত্র ট্রেন পরিষেবার নিরবচ্ছিন্ন চলাচলকে সহজ করবে না, একইসঙ্গে মানুষের জীবনও রক্ষা করবে।