সেই থেকে এবারও তার ব্যতিক্রম হল না। প্রতিবছরই বিশেষ দিনে হয় এই পুজো। সকালবেলা চলন্ত ট্রেন দাঁড় করিয়ে দুধ-গঙ্গা জল দিয়ে রেললাইন ধুয়ে দিয়ে, ট্রেনের গায়ে বেঁধে দেওয়া হল কলাগাছ। ফুলের মালা পড়িয়ে ফল মূল-সহযোগে ধূপ, ধুনো জ্বেলে শঙ্খ বাজিয়ে করা হল ট্রেন পুজো।
advertisement
পাশাপাশি, ট্রেন লাইন পার্শ্বস্ত এলাকার মানুষদের ও যাত্রীদের মঙ্গল কামনা করা হয় পুজোর মধ্যে দিয়ে। কড়েয়া কদম্বগাছি রেল স্টেশন থেকে ৮ নম্বর রেলগেটের মাঝে এই ট্রেন লাইনকে তাই ভয় পেতেন এলাকার মানুষজন।
আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন
তবে এই অকাল বিশ্বকর্মা পুজোর পর থেকে আর ঘটছে না কোনও দুর্ঘটনা বলেই দাবি স্থানীয়দের। পুজো শেষে করা হয় প্রসাদ বিতরণ ও যাত্রীদের মিষ্টিমুখ। এদিনের এই বিশেষ ট্রেন পুজো দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় এলাকার সব বয়সের মানুষজন।
Rudra Narayan Roy