বিয়ের পর থেকেই প্রায় ৩৮ বছর ধরে এই প্রতিমা তৈরির কাজ করে আসছেন অনিমা পাল। তিনি বলেন, “অন্যান্য প্রতিমার মতো বিশ্বকর্মা প্রতিমাতে তেমন একটা লাভ হয় না আমাদের। এবছর ৬০ থেকে ৬৫ টা প্রতিমা তৈরির অর্ডার পেয়েছি। বাজারে বা হাটে গিয়ে বিশ্বকর্মা প্রতিমাগুলি বিক্রি করতে হয়। তাই ভ্যান এবং ঘর ভাড়া দিতে অনেক টাকা খরচ হয়ে যায় সে ক্ষেত্রে লাভের পরিমাণটা খুব একটা বেশি থাকে না।”
advertisement
অনিমা পাল জানান, এই বছর বিশ্বকর্মার ছোট প্রতিমাগুলির দাম ৫০০ টাকা থেকে এক হাজার টাকা। এবং বড় বিশ্বকর্মা প্রতিমার দাম পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত রয়েছে। প্রতিমা তৈরির মাটি কিনে আনতেইএক ট্রাক্টরের দামে ১৬০০ থেকে ১৮০০ টাকা।
জিনিসপত্রের দাম বেড়ে গেলেও প্রতিমার দাম প্রতি বছরের তুলনায় খুব একটা বাড়েনি। ফলে এক প্রকার আর্থিক সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন বহু মৃৎশিল্পীরা।
পিয়া গুপ্তা