সরস্বতী পুজোর সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারান বিশেষভাবে সক্ষম ইউটিউব তারকা অমিত মণ্ডল। ইউটিউবের টাকায় বাড়ি, গাড়ি সব করছিলেন ধীরে ধীরে। সেই সময় পাশে এসে দাঁড়িয়েছিলেন অনেকেই। কিন্তু অমিতের মৃত্যুর পর সব এলোমেলো হয়ে যায়। অমিতের অনেক বন্ধু আর কথা রাখেনি। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকেও বিক্রি করতে পারছেন না।
advertisement
অমিতের মা স্থানীয় পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে সাফাইকর্মী হিসেবে কাজ করেন। অমিত নিজের শারীরিক প্রতিবন্ধকতা থেকে পছন্দ-অপছন্দ, সব বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতেন। অল্পদিনের মধ্যে তাঁর সেই ভিডিওগুলি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। লক্ষ লক্ষ দর্শক ছিলেন তাঁর ভিডিও-র।
আরও পড়ুনঃ মুহুর্মুহু বজ্রপাতে ফালা ফালা! কলকাতা-সহ কোন ৮ জেলায় তুমুল দুর্যোগ! এল শেষ মুহূর্তের আপডেট
ছোটবেলা থেকে প্রতিকূল পরিস্থিতিতে বেড়ে ওঠা অমিত নতুন ভাবে চিনতে শুরু করেছিল চারপাশ। কিন্তু অকস্মাৎ মৃত্যুতে শেষ হয় অমিতের লড়াই। সেই সঙ্গে শেষ হয় একটি পরিবারের লড়াই। একবছর পর তাঁর কথা স্মরণ করে চোখে জল অমিতের পরিবারের।
নবাব মল্লিক