অফিসের চারিদিকে এক হাঁটুরও বেশি জল। স্বাভাবিকভাবে ধৃত আসামীকে ধরে প্রায় এক হাঁটুরও বেশি জল পেরিয়ে অফিসে নিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য। আসামীকে ধরে মহাবিপদে পড়েছেন বেলদা আবগারী দফতর।
বুধবার এক আসামীকে ধরে অফিসে নিয়ে যাওয়ার সময় কার্যত হিমশিম খেতে হল আবগারী কর্মীদের। রীতিমত আসামীর ফুল প্যান্ট খুলিয়ে, গামছা পরিয়ে হাঁটু সমান জল পেরিয়ে তাকে নিয়ে যেতে হল অফিসে।এতে ঝুঁকিও ছিল বেশ।
advertisement
আরও পড়ুন:
শুধু তাই নয়, বাজেয়াপ্ত করা গাড়িটিকে নিয়ে যেতে বেশ বেগ পেতে হল আবগারী আধিকারিকদের। একদিকে স্রোত আর অন্যদিকে হাঁটু সমান জলে নাজেহাল অবস্থা বেলদা আবগারী দফতরের অফিসে। শুধু তাই নয়, বেলদা পোস্ট অফিসের সামনেও প্রায় হাঁটু সমান জল। মঙ্গলবার সারাদিনের বৃষ্টিতে জল থইথই অবস্থা সৃষ্টি হয়েছে পোস্ট অফিস চত্ত্বরে।পাশাপাশি বিদ্যুৎ না থাকায় পরিষেবা বন্ধ ছিল পোস্ট অফিসে, দাবি পোস্ট অফিসে আসা গ্রাহকদের। বেলদা স্টেশন যাওয়ার রাস্তায়ও জলের স্রোত বইছে। দুশ্চিন্তায় পড়েছেন সকলে।
Ranjan Chanda