স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে সোনাপুর বাজারি এলাকার বাউড়িপাড়ায় একটি বিষয় নিয়ে বিবাদ তৈরি হয় দু পক্ষের মধ্যে। এরপর দু'পক্ষই দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের ওই যুবনেতার। তিনি সমাধানের জন্য দু'পক্ষকে নিয়ে একটি বৈঠক করার কথা জানান। কিন্তু সেই বৈঠক না হওয়ায় এলাকাবাসী গত রাতে গিয়েছিলেন শুভজিৎ মণ্ডলের সঙ্গে দেখা করতে। কিন্তু তৃণমূল যুবনেতার সঙ্গে সেই আলোচনা হটাৎই বচসায় পরিণত হয়। তখনই মেজাজ হারিয়ে নাইন এমএম একটি পিস্তল বের করে ফেলেন অভিযুক্ত।
advertisement
আরও পড়ুন: কাক..বোতল..নুড়ি আর জল! অবিশ্বাস্য ভাইরাল ভিডিও কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া! দেখুন
এলাকাবাসীকে খুনের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। এরপরেই উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। শুভজিৎ মন্ডলকে পাকড়াও করে তার হাত থেকে কেড়ে নেওয়া হয় পিস্তল। তারপর ব্যাপক মারধর করা হয় তাকে। স্থানীয়রা খবর দেন পুলিশের কাছে। পুলিশের হাতে তাকে তুলে দিয়ে স্থানীয় মানুষজন ওই তৃণমূল যুবনেতার শাস্তির দাবিও জানিয়েছেন।
যদি এই ঘটনার পরে স্থানীয় তৃণমূলের উচ্চ নেতৃত্ব শুভজিৎ মণ্ডলের তৃণমূল যোগের কথা অস্বীকার করেছেন। তারা বলেছেন অভিযুক্ত শুভজিৎ মণ্ডলের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে এই বিষয়ে এসিপি অণ্ডাল ওমর আলি মোল্লা জানিয়েছেন, অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোন কার্তুজ উদ্ধার হয়নি। কী ভাবে ওই যুবকের কাছে পিস্তল এল, কী উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব নানারকম অভিযোগ তুলে, সুর চরাতে শুরু করেছে। তবে বিচারকের এমন মনোভাব ও মূর্তি দেখে অবাক হচ্ছে নেট দুনিয়া। কারণ যুবনেতার বন্দুক উচিয়ে হুমকি দেওয়া এবং স্থানীয়দের কাছে মারধর খাওয়ার ভিডিও ইতিমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
নয়ন ঘোষ