TRENDING:

Viral Video: হাবরার নতুন ডন কালু! ঘরে ঢুকে শরীর থেকে খুবলে নিচ্ছে মাংস! নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে গোটা প্রশাসনকে!

Last Updated:

Viral Video: কে এই কালু? কেনই বা এমন করছে সে? জানলে ভয় পাবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: পুলিশ প্রশাসন থেকে হাবরা এলাকার মানুষ এখন আতঙ্কে কালুর। ভয়ে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো প্রায় বন্ধ হওয়ার মুখে। গত রাত থেকে এই কালুর দৌরাত্বে অতিষ্ঠ হাবরার বিস্তীর্ণ এলাকার মানুষজন। ইতিমধ্যেই সে কামড় দিয়েছে প্রায় ৪০ জনের অধিক মানুষকে, যার মধ্যে রয়েছে শিশু মহিলা পুরুষ সকলেই। রাস্তাঘাটে গলির মুখে এমনকী ঘরে ঢুকেও কামড়াচ্ছে মানুষজনকে। কারুর পায়ের মাংস খুবলে নিয়েছে, কারুর পেটে কামড় দিয়েছে, তো কারুর হাতে। সকলেই এখন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement

তবে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় দু’জনকে স্থানান্তরিত করা হয়েছে জেলা হাসপাতালে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার কথা শুনে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসলেও বন দফতর ও পশু প্রেমীদের সাহায্য চাওয়া হলেও, এখনও দীর্ঘ সময় কেটে গেলেও কালুকে ধরা সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: 

আরও পড়ুন: যৌবন ধরে রাখার জাদু মন্ত্র আছে কিশমিশে! রাতারাতি পাবেন ফল! জানুন বিশেষ পদ্ধতি

এদিন সকালেও কালুর কামড় খেয়ে হাসপাতালে আসেন হাবরা এলাকার তিনজন। হাবরা দেশবন্ধু পার্ক, এক নম্বর রেলগেট থেকে শুরু করে বাজার, থানা চত্বর, স্টেশন কোথাও বাদ দিচ্ছে না কালু। কালো রঙের এই কুকুর যেন এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে গোটা হাবরা জুড়ে। মনে করা হচ্ছে কুকুরটি পাগল হয়ে যাবার কারণেই এমন ভাবে যাকে সামনে পারছে তাকেই কামড়াচ্ছে। আহতদের দেখতে হাসপাতালে হাজির হন স্বয়ং পৌরপ্রধানও। এখন কি ভাবে এই কালুর আতঙ্ক থেকে মুক্তি মেলে সেদিকেই তাকিয়ে হাবরা এলাকার মানুষজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: হাবরার নতুন ডন কালু! ঘরে ঢুকে শরীর থেকে খুবলে নিচ্ছে মাংস! নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে গোটা প্রশাসনকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল