তবে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় দু’জনকে স্থানান্তরিত করা হয়েছে জেলা হাসপাতালে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার কথা শুনে স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসলেও বন দফতর ও পশু প্রেমীদের সাহায্য চাওয়া হলেও, এখনও দীর্ঘ সময় কেটে গেলেও কালুকে ধরা সম্ভব হয়নি বলেই জানা যাচ্ছে।
advertisement
আরও পড়ুন:
আরও পড়ুন: যৌবন ধরে রাখার জাদু মন্ত্র আছে কিশমিশে! রাতারাতি পাবেন ফল! জানুন বিশেষ পদ্ধতি
এদিন সকালেও কালুর কামড় খেয়ে হাসপাতালে আসেন হাবরা এলাকার তিনজন। হাবরা দেশবন্ধু পার্ক, এক নম্বর রেলগেট থেকে শুরু করে বাজার, থানা চত্বর, স্টেশন কোথাও বাদ দিচ্ছে না কালু। কালো রঙের এই কুকুর যেন এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে গোটা হাবরা জুড়ে। মনে করা হচ্ছে কুকুরটি পাগল হয়ে যাবার কারণেই এমন ভাবে যাকে সামনে পারছে তাকেই কামড়াচ্ছে। আহতদের দেখতে হাসপাতালে হাজির হন স্বয়ং পৌরপ্রধানও। এখন কি ভাবে এই কালুর আতঙ্ক থেকে মুক্তি মেলে সেদিকেই তাকিয়ে হাবরা এলাকার মানুষজন।
Rudra Narayan Roy