পরে খবর দেওয়া হয় পরিবেশ কর্মী চিত্রক প্রামানিক ও সুমন্ত দাসকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় চিত্রক ও সুমন্ত। তারা জানায় এটি একটি বিষধর লিউসিটিক কমন ক্রেট (Leucitic Common Krait) বা সাদা কালাচ। সাপটি লম্বায় প্রায় দেড় ফুট। উদ্ধারের পর এলাকার লোকজনকে সাপ নিয়ে সচেতন করা হয়। এ প্রসঙ্গে পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক জানান, লিউসিটিক কমন ক্রেট একটি জেনেটিক মিউটেশন।
advertisement
আরও পড়ুন: মুগ থেকে মুসুর! ডাল খেলেই বাড়বে শুক্রাণু! সুস্থ যৌন জীবন ও রোগমুক্ত শরীর পেতে খান এই সব ডাল!
আরও পড়ুন: মহালক্ষ্মীর কৃপায় এই চার রাশির ভাগ্যে ধনবর্ষা! ৬ অক্টোবরের মধ্যে করুন এই বিশেষ কাজ!
লিউসিটিক প্রানীদের সচরাচর দেখা যায় না। প্রাণীজগতে পিগমেন্টশন এর কারণে দেহের ত্বক সাদা বা ফ্যাকাশে হয়ে যায়। একমাত্র চোখের রঙ কালো থাকে। চোখের রঙের কোনও পরিবর্তন হয় না। সারাদেশে খুব কম এই সাপ দেখতে পাওয়া গেছে। পরিবেশ কর্মীদের কথা অনুযায়ী হাওড়া জেলায় প্রথম জীবন্ত সাদা কালাচ উদ্ধার। সাপটি উদ্ধার এবং এলাকায় সচেতন বার্তার পরবর্তীতে। চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, ইমন ধাড়া ও রঘুনাথ মান্না গভীর জঙ্গলে এই সাপটি তাদের স্বাভাবিক আবাসস্থলে মুক্ত করে দেয়।
রাকেশ মাইতি