TRENDING:

Viral: হলদিয়ার বিশাল উঁচু ট্যাঙ্কের উপর কে উঠল! রাতে জমল ভিড়, ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Viral: রাতের অন্ধকারে জলের ট্যাংকের মাথায় দাঁড়িয়ে আছে ওই নেশাগ্রস্ত যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া: রাতের অন্ধকারে সুউচ্চ জলট্যাঙ্কের মাথায় বিপজ্জনক ভাবে দাঁড়িয়ে আছে এক যুবক। আর সেই যুবককে উঁচু জল ট্যাংকের উপর থেকে নামাতে গিয়ে গভীর রাতে হিমশিম অবস্থা পুলিশ ও দমকল বাহিনীর। হলদিয়ার ঘটনা। যা নিয়ে হইচই শুরু হয়েছে শিল্প শহরের পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ড অঞ্চলে!
জল ট্যাঙ্কের উপরে ওটা কে?
জল ট্যাঙ্কের উপরে ওটা কে?
advertisement

রাতের অন্ধকারে জলের ট্যাংকের মাথায় দাঁড়িয়ে আছে ওই নেশাগ্রস্ত যুবক। ট্যাংকের ওপর থেকে যুবককে নামাতে আসরে পুলিশ ও দমকল বাহিনী। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গান্ধিনগরে।

আরও পড়ুন: লোকসভা ভোটের আগে শুভেন্দুর জেলায় বড় জয় বিজেপির, উচ্ছ্বাস গেরুয়া কর্মীদের

বৃহস্পতিবার রাতে ২৬ নম্বর ওয়ার্ডের গান্ধিনগরে এক যুবককে জলের ট্যাঙ্কের ওপর বসে থাকতে দেখে এলাকার বাসিন্দারা। এরপরই পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে নামানোর চেষ্টা করে।

advertisement

জানা গিয়েছে, শেখ মিরাজ নামে ওই যুবক কলেজ পড়ুয়া। নেশাগ্রস্ত থাকায় তাকে নামাতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে দমকল বাহিনীও এসেছিল।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral: হলদিয়ার বিশাল উঁচু ট্যাঙ্কের উপর কে উঠল! রাতে জমল ভিড়, ভয়ঙ্কর ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল