Suvendu Adhikari: লোকসভা ভোটের আগে শুভেন্দুর জেলায় বড় জয় বিজেপির, উচ্ছ্বাস গেরুয়া কর্মীদের
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Suvendu Adhikari: এবারে লোকসভা ভোটে মানুষের নজর পূর্ব মেদিনীপুর জেলায়। লোকসভা নির্বাচনের আগেই আনন্দ মেতে উঠল বিজেপি কর্মী সমর্থকরা।
তমলুক: লোকসভা নির্বাচনের আগে শুভেন্দুর জেলায় বড় জয় রাজ্যের প্রধান বিরোধী দলের। দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট! বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। যে কোনও মুহূর্তেই ঘোষণা হতে পারে লোকসভা ভোটের দিনক্ষণ। ইতিমধ্যেই রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের শাসক দল। রাজ্যের প্রধান বিরোধী দলের প্রার্থী তালিকা ঘোষিত হলেও, সম্পূর্ণ প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। এবারে লোকসভা ভোটে মানুষের নজর পূর্ব মেদিনীপুর জেলায়। লোকসভা নির্বাচনের আগেই আনন্দ মেতে উঠল বিজেপি কর্মী সমর্থকরা।
লোকসভার ভোট আবহে সমবায় নির্বাচনে বিপুল জয় পেল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। একদিকে লোকসভার ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের। বিভিন্ন দলের প্রার্থীরা মন্দির মসজিদে যাওয়ার পাশাপাশি এলাকায় এলাকায় জনসংযোগের জন্য স্ট্রিট কর্নার একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। লোকসভা ভোটের দামামা বাজার মধ্যেই হয়ে গেল একটি সমবায় সমিতির নির্বাচন। আর এই সবাই নির্বাচনে তমলুকে লোকসভা ভোটের মুখেই ধাক্কা খেলেও তৃণমূল। সমবায় ভোটে জয়জয়কার বিজেপির।
advertisement
advertisement
তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদুমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয়। ওই সমবায় সমিতির মোট আসন ১২ টি। সব আসনেই কার্যত ত্রিমুখী লড়াই চলে। সেখানে ১২ টি আসনে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সিপিআইএম প্রতিদ্বন্দ্বিতা করে। ভোটগ্রহণ শেষে। ফল প্রকাশের সময় দেখা দেখা যায় বিপুল জয় ছিনিয়ে নিয়েছে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি।
advertisement
মোট ১২ টি আসনের আটটি আসনে জয়লাভ করেছে বিজেপির প্রার্থীরা। অন্যদিকে চারটি আসনে জয়ী হয়েছেন শাসকদল তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা। আর এই ফলাফল নিয়ে উচ্ছ্বসিত বিজেপি শিবির। যদিও এই ফলাফলকে বেশি গুরুত্ব দিতে নারাজ শাসক শিবিরের নেতাকর্মীরা।
advertisement
—- সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2024 11:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: লোকসভা ভোটের আগে শুভেন্দুর জেলায় বড় জয় বিজেপির, উচ্ছ্বাস গেরুয়া কর্মীদের








