TRENDING:

Viral News: উপনয়নে কী শুধুই ছেলেদের অধিকার? সমাজের উল্টো স্রোতে হেঁটে দুই মেয়ের পৈতে দিলেন পুরোহিত বাবা !

Last Updated:

Viral News: বদলাচ্ছে সমাজ। প্রথা ভেঙে নিজের দুই মেয়ের পৈতে দিলেন পুরোহিত বাবা !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অশোকনগর: না, না আমরা পিছিয়ে পড়ছি না। কুসংস্কারে আমাদের চোখ এখনও অন্ধ হয়ে যায়নি (Viral News)। তার প্রমাণ কিন্তু অনেক রয়েছে। ঠিক তেমন ভাবেই অশোক নগরের বাসিন্দা তারকনাথ বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কীভাবে বদলানো যায় সমাজ। একটু ভাবনা বদলালেই আমাদের আশ-পাশটা হয়ে উঠতে পারে সুন্দর। পৃথিবীকেই স্বর্গ বানিয়ে ফেলা যায়। সমাজের চিরাচরিত প্রথা ভেঙে দৃষ্টান্ত স্থাপন করলেন অশোকনগরের ১৭ নম্বর ওয়ার্ডের (Ward) বাসিন্দা তারকনাথ বন্দ্যোপাধ্যায়। যজ্ঞ ও শাস্ত্রীয় বিধান মেনে নিজের দুই কিশোরী কন্যাকে উপনয়ন দিলেন। স্রোতের বিপরীতে হেঁটে এগিয়ে যাওয়ার এই প্রচেষ্টায় যথেষ্ট বেগ পেলেও, তিনি থামেননি।
photo source local 18
photo source local 18
advertisement

সমাজে মেয়েদের মূল্যায়ন প্রতিষ্ঠা(Viral News) করতেই নিলেন এমন সাহসী উদ্যোগ। এদিন অশোকনগরের ১৭ নম্বর ওয়ার্ডের (Ward) তরুণ পল্লীতে নিজের বাড়িতেই মেয়েদের উপনয়নের আয়োজন করেছিলেন তারকনাথ বন্দ্যোপাধ্যায়। মাঙ্গলিক সানাইয়ের সুরের সাথে মেয়েদের মাথায় টোপর, নতুন শাড়ী পরিয়ে নিয়ম নিষ্ঠা মেনে হয় এই উপনয়নের অনুষ্ঠান। উপনয়নে একজন পুরুষের যা যা নিয়ম পালন করতে হয়, তার সবটাই মেয়েদের পালন করাচ্ছেন পেশায় পুরোহিত তারকনাথ বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: নেই পুরোহিত ! আদিবাসী ছাত্রীর হাতেই হল বাগদেবীর পুজো ! নজির গড়ল বীরভূম

মেয়েদের এই উপনয়ন অনুষ্ঠানটির সার্বিক (Viral News)তত্ত্বাবধানে ছিলেন এলাকার বিশিষ্ট পণ্ডিত হরিপদ চক্রবর্তী। পণ্ডিতজিও জানালেন, পৌরোহিত্য শুধু ছেলেরাই করতে পারবে এমন কোনো বিধান নেই শাস্ত্রে। তাই মেয়েরাও যদি এই পেশায় আসে, তবে উপকৃত হবে গোটা সমাজ। ঠিক বিয়ের অনুষ্ঠানের মতই ঘটা করে দুই মেয়ে তমালিকা ও অয়ন্তিকার উপনয়ন ঘিরে সকলের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কেন এমন সিদ্ধান্ত? এই প্রসঙ্গে তারকনাথ বন্দ্যোপাধ্যায় জানালেন, নারীরা সমাজের বিভিন্ন স্তরে কর্ম দক্ষতার পরিচয় দিচ্ছে। তাহলে পৌরহিত্যের ক্ষেত্রে তারা কেন পিছিয়ে থাকবে? এই প্রশ্ন তুলে তিনি তার ইচ্ছে কথা জানালেন। বললেন, পৌরোহিত্য আমার পেশা। আমি চাই আমার দুই মেয়ে ও পৌরোহিত্য পেশায় আসুক। আর তাই তাদের পৈতে দিয়েই পৌরোহিত্যের পথে আনতে চাই।

advertisement

বাবার এই সাহসী সিদ্ধান্তকে মান্যতা দিয়ে নবম(Viral News) শ্রেণীর ছাত্রী তমালিকা বন্দ্যোপাধ্যায় ও সপ্তম শ্রেণীর ছাত্রী অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানায়, তাদের আত্মবিশ্বাসের কথা। তারাও তাদের বাবার ইচ্ছেকে মান্যতা দিয়ে বললেন, সমাজে নারীরা সব দিক থেকে এগিয়ে গেছে। পৌরহিত্যে কেন মেয়েরা পিছিয়ে থাকবে। পৌরোহিত্য শুধু পুরুষদের অধিকার নয় মেয়েরাও এই পেশায় এসে সাফল্য পেতে পারে। আমরা দুই বোন এই উপনয়নের পর আগামী দিনে পুজো অর্চনার পথেই যেতে চাই। মেয়েদের উপনয়ন দিয়ে সমাজে আরো একবার দৃষ্টান্ত স্থাপন করলেন পুরোহিত বাবা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বন্যার ধ্বংসস্তূপেই আশার আলো! ঘুরে দাঁড়াচ্ছে ধূপগুড়ি-ময়নাগুড়ির গ্রাম
আরও দেখুন

Rudra Narayan Roy

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: উপনয়নে কী শুধুই ছেলেদের অধিকার? সমাজের উল্টো স্রোতে হেঁটে দুই মেয়ের পৈতে দিলেন পুরোহিত বাবা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল