TRENDING:

North 24 Pargana Biriyani News: প্লেট নয়, এবার কেজি দরে বিক্রি হচ্ছে বিরিয়ানি! মাত্র ১৬০ টাকায় এক কিলো, যেখানে গেলে পাবেন

Last Updated:

North 24 Pargana Biriyani News: বেড়াচাঁপা– বসিরহাট এলাকায় এখন বিরিয়ানি মিলছে দুইভাবে— কেজি দরে ও প্লেট হিসেবেও। তবে সবচেয়ে নজর কাড়ছে সেই “কেজি বিরিয়ানি” স্টল। প্রতি কেজি চিকেন বিরিয়ানির দাম ১৬০ টাকা, যেখানে থাকছে দুটি বড়ো চিকেন পিস , দুটি আলু আর স্যালাড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্লা: কেজি দরে বিরিয়ানি! নতুন ট্রেন্ডে মজে খাদ্যপ্রেমীরা। বিরিয়ানি মানেই প্লেট বা প্যাকেটে, এতদিন পর্যন্ত এমনটাই দেখে এসেছে সবাই। কিন্তু সেই ধারণায় বদল আনল উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপা হাড়োয়া রোডের বন্ধু বিরিয়ানি এক্সপ্রেস নামে একটি দোকান। এখানে রীতিমতো দাঁড়িপাল্লায় ওজন করে কেজি দরে বিক্রি হচ্ছে বিরিয়ানি— আর সেই অভিনব উদ্যোগই এখন এলাকায় কৌতূহলের কেন্দ্রবিন্দু।
advertisement

আরও পড়ুন: লোকাল এবং এক্সপ্রেস মিলিয়ে রাজ্যের ৪০টি ট্রেন বাতিল! যাত্রীদের প্রবল ভোগান্তির আশঙ্কা

উত্তর ২৪ পরগনা জেলার হাদিপুরের স্থানীয় এক যুবক কারিমুল ইসলাম কয়েক বছর আগে রোজগারের তাগিদে যান দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে। সেখানেই প্রথম দেখেন কেজি দরে বিরিয়ানি বিক্রির পদ্ধতি। সেই অভিজ্ঞতাকে মাথায় রেখে নিজের এলাকায় ফিরে তিনি শুরু করেন ঠিক সেই দক্ষিণী স্টাইলে নতুন ব্যবসা। আর তাতেই তৈরি হয়েছে অন্য রকম আকর্ষণ।

advertisement

আরও পড়ুন: ডেটিং অ্যাপে যুবকের সঙ্গে পরিচয় যুগলের, অনেকে মিলে পার্টির প্ল্যান! কসবায় কেন খু*ন যুবক?

সেরা ভিডিও

আরও দেখুন
কমছে চাহিদা, তলানিতে আয়! তবুও ধান কাটার মরশুমে 'শস্য গোলা'র কামার শিল্পীদের মুখে হাসির ছটা
আরও দেখুন

বেড়াচাঁপা– বসিরহাট এলাকায় এখন বিরিয়ানি মিলছে দুইভাবে— কেজি দরে ও প্লেট হিসেবেও। তবে সবচেয়ে নজর কাড়ছে সেই ‘কেজি বিরিয়ানি’ স্টল। প্রতি কেজি চিকেন বিরিয়ানির দাম ১৬০ টাকা, যেখানে থাকছে দুটি বড়ো চিকেন পিস, দুটি আলু আর স্যালাড। কম খরচে বেশি পরিমাণে বিরিয়ানি পাওয়ায় সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে দোকানে। স্থানীয়রা বলছেন, “ওজন করে বিরিয়ানি কেনার মজা আলাদা। আগে ভাবতেই পারিনি এভাবে বিক্রি হবে!” কারিমুলের এই উদ্যোগে যেমন নতুনত্ব এসেছে, তেমনই স্বাদ-দাম ও পরিমাণ— তিনের সংমিশ্রণেই জনপ্রিয়তা বাড়ছে দিনে দিনে। এলাকায় খাদ্যপ্রেমীদের এখন নতুন উন্মাদনা— ‘কেজি দরে বিরিয়ানি!’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Pargana Biriyani News: প্লেট নয়, এবার কেজি দরে বিক্রি হচ্ছে বিরিয়ানি! মাত্র ১৬০ টাকায় এক কিলো, যেখানে গেলে পাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল