জানাগিয়েছে, এ দিন রাতে দমদম পোস্ট অফিসের সামনে থেকে খুঁজে পান বিজয়। মানিব্যাগটি খুলে দেখেন তাতে একটি সোনার দুল, ৬৫০ টাকা নগদ এবং দুটি এটিএম কার্ড রয়েছে। সঙ্গে সঙ্গে সে মানিব্যাগে থাকা ফোন নম্বরে ফোন করেন বিজয়। কিন্তু কোনও সাড়া পাননি। বিজয় জানিয়েছেন, একবার নয়, বারে বারে ফোন করেছিলেন তিনি। কিন্তু কোনও বারই ফোনের ওপার থেকে সাড়া মেলেনি। এরপরে তিনি বুদ্ধি করে বৃহস্পতিবার সন্ধ্যায় মানিব্যাগে থাকা এটিএম কার্ডের পিন নম্বর দেখতে পেয়ে তা থেকে কিছু টাকা তুলে নেন এবং সোজা দমদম থানায় হাজির হন এবং গোটা বিষয়টি জানান।
advertisement
আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে রাজি হননি, পিংলায় নাবালিকার সঙ্গে ঘটে গেল সাঙ্ঘাতিক ঘটনা!
এ দিকে, সন্দীপ কুমার রায়ের কাছে দমদম থানা থেকে ফোন যায়। এরপর মেয়ে কমলিকা রায়কে নিয়ে হাজির হন দমদম থানায়। পুলিশের উপস্থিতিতে উপযুক্ত প্রমান দিয়ে মানিব্যাগটি ফেরত নিয়ে যান বাবা ও মেয়ে। তবে যাওয়ার আগে সহৃদয় বিজয় কুমার সিং আশীর্বাদ করে যান বর্ষীয়ান সন্দীপবাবু।। বিজয়ের কোনও রকম সাহায্যের প্রয়োজন হলে সব সময় পাশে দাঁড়ানোর আশ্বাসও দেন বাবা-মেয়ে।
Anup Chakraborty