তবে দ্রুত তারা গাড়ি থেকে নেমে আসেন প্রাণ বাঁচাতে। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই জানা যায়। দমকল ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্টোডাঙ্গার দিক থেকে এয়ারপোর্টের উদ্দেশে যাচ্ছিল ক্যাবটি। কেষ্টপুরের কাছে হঠাৎ গাড়ির সামনের অংশ থেকে ধোঁয়া বেরোতে দেখেন চালক। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে যাত্রীকে নিয়ে দ্রুত বেরিয়ে আসেন তিনি।
advertisement
আরও পড়ুন : এখনও দুয়ারে দুয়ারে হাজির হন মহাদেব, সঙ্গী কৃষ্ণনাম! চারপাশ আধুনিক হলেও একেবারে হারিয়ে যায়নি ‘টহল’
পরে স্থানীয় ট্রাফিক গার্ডকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, গাড়ির ব্যাটারি অংশে শট সার্কিট থেকেই আগুন লেগেছে। গাড়িটি পেট্রোলচালিত হলেও অগ্নিকাণ্ডের উৎস হিসেবে বৈদ্যুতিক ত্রুটিকেই চিহ্নিত করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এই ঘটনায় কোন হতাহত না হলেও ফিরতি পথে ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হয়। ট্রাফিকের তরফ থেকে যানজট স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে এই ঘটনার পরেই ব্যস্ত সময়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এছাড়াও এই ঘটনায় ক্যাবে থাকা যাত্রী বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। ইতিমধ্যে আগুন নাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।






