TRENDING:

পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি, চলছে বোমাবাজি-গুলি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ: পঞ্চায়েত মামলার জট কেটেছে ৷ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সব আসনে ফল ঘোষণা করা হবে ৷ কোনও আসনেই আলাদা করে ভোট করার প্রয়োজন নেই ৷ দেশের সর্বোচ্চ আদালতের রায় রাজ্য সরকারের পক্ষে যেতেই শুরু হয় পঞ্চায়েতের বোর্ড গঠনের কাজ ৷ আর সেই পঞ্চায়েত বোর্ড গঠনকে ঘিরেই জেলায় জেলায় ফের অশান্তি শুরু । উত্তর দিনাজপুরের ইসলামপুরে নিহত এক । বীরভূমের নানুর, সদাইপুরে তুমুল গোলমাল । নদিয়ার চাপড়াতে ধুন্ধুমার পরিস্থিতি । মালদহের আড়াইডাঙা থেকেও তুমুল অশান্তির খবর মিলেছে ।
advertisement

পঞ্চায়েত বোর্ড গঠনের পরই মালদহের রতুয়ার ২ নম্বর ব্লকে হিংসা ছড়িয়েছে ৷ পুকুরিয়ায় বিজেপির জয়ী প্রার্থীর বাড়িতে হামলা ৷ পুড়িয়ে দেওয়া হয়েছে গাড়ি ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ যদিও ঘটনার দায় অস্বীকার করেছে শাসক দল ৷ মালদহের রতুয়ার ২ নম্বর ব্লকের আড়াইডাঙাতে এবার লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি ৷ মোট আসন ছিল ১৭টি ৷ যেখানে বিজেপি এবং তৃণমূলের দখলে ছিল ৭টি করে আসন ৷ অপরদিকে, কংগ্রেসের দখলে ছিল ৩টি আসন ৷ কারা বোর্ড করবে সেই নিয়েই সরগরম হয়ে ওঠে এলাকা ৷ অবশেষে, কংগ্রেসের তিন সদস্যের সমর্থনে বোর্ড দখল করে তৃণমূল ৷ এরপরই সংঘর্ষ বাঁধে ৷ অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সদস্য সুমিত মাঝিকে তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল ৷ বোর্ড গঠন তিনি তৃণমূলকে সমর্থন না করাতেই একটি ঘর ও ২ টো মারুতি গাড়ি পোড়ানো হয় বলে অভিযোগ ৷ যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে ৷

advertisement

আরও পড়ুন: অটো দৌরাত্ম্য রুখতে আগামিকাল থেকে উল্টোডাঙা-সেক্টর ফাইভ রুটে দশ মিনিট অন্তর বাস চলবে

নদিয়ার ভীমপুর ৷ তৃণমূল বিজেপি সংঘর্ষ ৷ ভাঙচুর করা হয় পুলিশের ৪টি গাড়ি ৷ এর পাশাপাশি নদিয়ার বাগবেরিয়াতেও উত্তেজনা ছড়িয়েছে ৷ ১৩ আসনে বাগবেরিয়া গ্রাম পঞ্চায়েতে ৮টি আসনে জয়ী হয় তৃণমূল ৷ ৫টি আসন পেয়েছে বিজেপি ৷ তৃণমূল সমর্থকদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷

advertisement

পঞ্চায়েতের রায় বেরোনোর পর বিজয় মিছিল ঘিরে উত্তপ্ত বীরভূমের নানুর থানার চণ্ডীপুর গ্রাম ৷ শুক্রবার পঞ্চায়েত রায় বেরোনোর পরই গ্রামে বিজয় মিছি হাসান শেখ এবং আনারুল শেখের অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে ৷ বোমাবাজি, আগুন লাগিয়ে দেওয়া হয় বাড়িতে ৷ সদাইপুরে বোমায় আহত এক ৷

উত্তর দিনাজপুরের ইসলামপুরে পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ৷ শাসক শিবিরে গোষ্ঠীসংঘর্ষ ৷ চলল বোমা গুলি ৷ আহত তৃণমূল কর্মীর মৃত্যু ৷ আহত আরও ১০ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, এই সমস্ত অশান্তির জেরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বকেই খাঁড়া করেছেন রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়সালা হওয়া পঞ্চায়েতের আসন নিয়ে মামলায় গত শুক্রবারই ধাক্কা খেয়েছে বিজেপি ৷ কিন্তু আদালতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে বিজেপি ৷ পঞ্চায়েত বোর্ড গঠন সন্ত্রাসমুক্ত করার দাবিতে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ তাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের বোর্ড গঠনে বাধা দিচ্ছে তৃণমূল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে জেলায় জেলায় অশান্তি, চলছে বোমাবাজি-গুলি