তিনি বলেন, ‘রায়গঞ্জে বহিরাগতরা গন্ডগোল করেছে ৷ বিহার,ঝাড়খণ্ড থেকে ঢুকেছে বহিরাগতরা ৷ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেবে প্রশাসন ৷’
এদিনও রাজ্যের বিভিন্ন জেলায় মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি প্রার্থীরা ৷ বাঁকুড়ায় বিজেপি প্রার্থীকে মারধর করার অভিযোগ ওঠে ৷ অভিযোগের তির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই ৷ এসডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি কর্মীদের উপর হামলা করা হয় বলে অভিযোগ ৷ পাশাপাশি, বহরমপুর ব্লক অফিসে কংগ্রেস কর্মীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷ বহরমপুর ব্লক অফিসে ঘটনাটি ঘটে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ একই অভিযোগ এসেছে রানিগঞ্জ থেকেও ৷ রানিগঞ্জ বিডিও অফিসে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করা হয় ৷
advertisement
অন্যদিকে, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে খানাকুলেও ৷ মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয় ৷ দু’টি গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ বিধায়ক ও যুব নেতার গোষ্ঠীর দ্বন্দ্ব চরমে ওঠে ৷ লাঠিচার্জ করে পরিস্থিতি সামলায় পুলিশ ৷ লাঠিচার্জ করে পরিস্থিতি সামলায় পুলিশ ৷ নামানো হয় ব়্যাফও ৷
হাওড়ায় বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ প্রতিবাদে সিপিএম ও বিজেপির থানা ঘেরাও করা হয় ৷ হাওড়া-আমতা রোড অবরোধ করে বিরোধীরা ৷ অবরোধ ওঠাতে পুলিশের মৃদু লাঠিচার্জ করা হয় ৷