গরমে জল না মেলায় পাম্প হাউসে ভাঙচুর করার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের বিষপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, এই বাইলানি এলাকার একটি অংশের গত কয়েকদিন ধরে পানীয় জল যাচ্ছে না। অথচ গ্রামের অন্য একটি অংশে পানীয় জল যাচ্ছে। বিষয়টি প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও কোনও সুরাহা হয়নি হয়নি বলে দাবি। আর তাতেই ক্ষিপ্ত বাসিন্দারা এদিন পিএইচই দফতরের পাম্প হাউস বন্ধ করে দেন। এর পর ভাঙচুর করে পাম্প হাউসে। তারপর পথ অবরোধ করেন।
advertisement
আরও পড়ুন: মাছ চুরিতে বাধা দিতে গিয়ে ভেড়ি মালিকের এ কী পরিণতি হল!
দীর্ঘ সময় ধরে পাম্প বন্ধ থাকায় বিপাকে পড়েছেন গোটা এলাকার মানুষ। এই ভয়াবহ গরমে ঠিক করে পানীয় জল না পেলে পরিস্থিতি কতটা মারাত্মক হতে পারে তা সহজেই অনুমেয়। এই পরিস্থিতিতে দ্রুত নিস্তার চাইছেন স্থানীয় বাসিন্দারা।
জুলফিকার মোল্যা