স্থানীয়দের অভিযোগ, গত তিন মাস ধরে এই চালের গোডাউন নিয়ে তারা বিরক্ত হয়ে পড়েছেন। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু পরিস্থিতির বদল হয়নি। এলাকাবাসীরা অভিযোগ, যে চালের গোডাউনটি রয়েছে, সেটি ভাড়ায় দেওয়া হয়েছে। সেই গোডাউন থেকে তীব্র দুর্গন্ধ বেরিয়ে আসছে। যার ফলে স্থানীয়রা চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। তাছাড়াও বারবার অগ্নিকাণ্ডের জন্য যেকোনও সময় বড় বিপদের আশঙ্কাও রয়েছে।
advertisement
আরও পড়ুন: বৃষ্টির জমা জল আটকে চরম ভোগান্তি, রাজবাড়িতে কমছে পর্যটকদের আনাগোনা
এছাড়াও এই গোডাউনটিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। তারা বলছেন, একটা চালের গোডাউন থেকে এত তীব্র দুর্গন্ধ বের হবে কেন? কেনই বা সেখানে বারবার আগুন লাগছে? যদিও আগুন লাগার খবর পেয়ে সেখানে দমকল এসে আগুন নিভিয়ে যায়। কিন্তু আবার সেই একই পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ।
গ্রামের বাসিন্দা রাজু বাউরী, কানাই বাগদিরা দাবি করছেন, অবিলম্বে এই গোডাউনটি ফাঁকা করে দেওয়া হোক। নয়ত গ্রামবাসীদের গ্রামে বসবাস করা একরকম অসম্ভব হয়ে দাঁড়াবে।
নয়ন ঘোষ