TRENDING:

Rice Godown: একটা চালের গোডাউন রীতিমত গ্রাম খালি করার পরিস্থিতি সৃষ্টি করেছে! বিরক্ত স্থানীয়রা

Last Updated:

Rice Godown: একটা চালের গোডাউন থেকে এত তীব্র দুর্গন্ধ বের হবে কেন? কেনই বা সেখানে বারবার আগুন লাগছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: একটা চালের গোডাউনের জন্য রীতিমত গ্রাম ছাড়া হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে গোটা গ্রামের মানুষের! কিন্তু ব্যাপারটা ঠিক কি? স্থানীয়রা বলছেন, চালের গোডাউন থেকে দিনরাত তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। যার ফলে নাভিশ্বাস উঠছে গ্রামের মানুষের। এলাকার শিশুরা শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না। আবার বারবার সেখানে অগ্নিকাণ্ডের মত ঘটনাও ঘটছে।
advertisement

স্থানীয়দের অভিযোগ, গত তিন মাস ধরে এই চালের গোডাউন নিয়ে তারা বিরক্ত হয়ে পড়েছেন। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু পরিস্থিতির বদল হয়নি। এলাকাবাসীরা অভিযোগ, যে চালের গোডাউনটি রয়েছে, সেটি ভাড়ায় দেওয়া হয়েছে। সেই গোডাউন থেকে তীব্র দুর্গন্ধ বেরিয়ে আসছে। যার ফলে স্থানীয়রা চরম অসুবিধার সম্মুখীন হয়েছেন। তাছাড়াও বারবার অগ্নিকাণ্ডের জন্য যেকোনও সময় বড় বিপদের আশঙ্কাও রয়েছে।

advertisement

আরও পড়ুন: বৃষ্টির জমা জল আটকে চরম ভোগান্তি, রাজবাড়িতে কমছে পর্যটকদের আনাগোনা

এছাড়াও এই গোডাউনটিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে। তারা বলছেন, একটা চালের গোডাউন থেকে এত তীব্র দুর্গন্ধ বের হবে কেন? কেনই বা সেখানে বারবার আগুন লাগছে? যদিও আগুন লাগার খবর পেয়ে সেখানে দমকল এসে আগুন নিভিয়ে যায়। কিন্তু আবার সেই একই পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ।

advertisement

View More

গ্রামের বাসিন্দা রাজু বাউরী, কানাই বাগদিরা দাবি করছেন, অবিলম্বে এই গোডাউনটি ফাঁকা করে দেওয়া হোক। নয়ত গ্রামবাসীদের গ্রামে বসবাস করা একরকম অসম্ভব হয়ে দাঁড়াবে।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rice Godown: একটা চালের গোডাউন রীতিমত গ্রাম খালি করার পরিস্থিতি সৃষ্টি করেছে! বিরক্ত স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল