এর আগেও বেশ কয়েকবার চাল দুর্নীতির অভিযোগ উঠেছে । এর পরেও কোন পরিবর্তন না হওয়ায় শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত রেশনদ্রব্য বিতরন বন্ধ রেখে ডিলারকে বাইরে বের করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন বিনপুর থানার আইসি ও বিশাল পুলিশ বাহিনী ৷ সমস্ত অভিযোগ শুনে খাদ্য দপ্তরের আধিকারিক না আসা পর্যন্ত ও কোনও সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেন।
advertisement
এলাকার বাসিন্দাদের অভিযোগ পলাশবনি কোরকরা চাঁদাবিলা মোহনপুর মাধবপুর বেলেবেড়া সহ ১০-১২ টি গ্রামের প্রায় ৪ হাজার মানুষ এই ডিলারের উপর নির্ভরশীল। আগের ডিলার স্বপন কুমার বিদকে দুর্নীতির অভিযোগে একবছর আগে সাসপেন্ড করা হয়। তার জায়গায় দুলাল চন্দ্র পতিহারকে দায়িত্ব দেওয়া হয়। এলাকাবাসীদের অভিযোগ, দুলাল চন্দ্র পতিহারও দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ তাঁকে মদন দিচ্ছেন দাপুটে রাজনীতিবিদরা ৷ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডিলার।