আরও পড়ুন: ইউনিয়নের সঙ্গে সংঘাতে বাস নামাচ্ছে না মালিকরা, শিকেয় উঠেছে পরিষেবা
এই কাঠের সেতুটি পার হয়েই হাতিশাল হাই স্কুল, হাতিশাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাতিশাল প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে পড়ুয়ার। ফলে পাঁশকুড়ার মানুষের কাছে এই সেতুটির গুরুত্ব অপরিসীম। কিন্তু সেটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় পড়ে থাকায় সমস্যা আক্রমশই বাড়ছিল। বিপদ এড়াতে তাই এগিয়ে এল এলাকাবাসীরা।
advertisement
আরও পড়ুন: আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জল নিকাশি খালের উপর থাকা এই সেতু এড়িয়ে যেতে হলে সাধারণ মানুষকে অনেকটাই বাড়তি পথ যেতে হয়। তাই প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই সেতু দিয়েই কয়েক হাজার মানুষ ও ছাত্র-ছাত্রীরা পারাপার হচ্ছিল। ভগ্নপ্রায় কাঠের সেতু দিয়ে যাতায়াতের সময় একাধিকবার দুর্ঘটনার কবলে পড়ে ছাত্র-ছাত্রী সহ এলাকার সাধারণ মানুষ। তিনদিন আগে ওই ভগ্নপ্রায় কাঠের সেতু দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি সেতু থেকে নিচে পড়ে যান। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এমনকি এই সেতু থেকে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে নতুন শিক্ষাবর্ষের শুরুতে ঝুঁকি না নিয়ে তাই গ্রামবাসীরাই কাঠের সেতুটি সংস্কার করলেন।
সৈকত শী