TRENDING:

জল নিয়ে রাজনীতি! বামেদের পঞ্চায়েতে পানীয় জল পাচ্ছেন না তৃণমূল সমর্থকরা, ব্যাপক উত্তেজনা এলাকায়

Last Updated:

সিপিএম পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে পানীয় জল নিয়ে রাজনীতির অভিযোগ। অবাক লাগলেও এমনই ঘটনার অভিযোগ উঠল খোদ বাংলার বুকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মা: সিপিএম পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে পানীয় জল নিয়ে রাজনীতির অভিযোগ। অবাক লাগলেও এমনই ঘটনার অভিযোগ উঠল খোদ বাংলার বুকে। অভিযোগ, তৃণমূল সমর্থকদের বাড়িতে পৌঁছচ্ছে না ট্যাঙ্কারের পানীয় জল। আর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা, ঘেরাও করা হয় পঞ্চায়েত প্রধানের অফিস। জানেন কোথায় ঘটল এমন ঘটনা?
গ্রামবাসীদের বিক্ষোভ
গ্রামবাসীদের বিক্ষোভ
advertisement

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের সিপিএম শাসিত আমরাসত্তা গ্রাম পঞ্চায়েতে এই ঘটনা ঘটছে বলে অভিযোগ। সেই পঞ্চায়েত এলাকায় জল সংকট। দামোদরের ওপর পিএইচই’র কালাঝরিয়া জল প্রকল্পের পাইপ লাইন ভেঙে পড়ার পর ওই পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে জল সংকট। বিকল্প হিসাবে পিএইচই ট্যাঙ্কারে করে জল সরবরাহ করছে এলাকায়। এই পরিস্থিতিতে শুধু সিপিএম সমর্থকদের বাড়িতেই দেওয়া হচ্ছে ট্যাঙ্কারের পানীয় জল। পানীয় জল থেকে বঞ্চিত করা হচ্ছে তৃণমূল সমর্থক ও তাঁদের পরিবারকে। পরিষেবার পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের অফিস ঘেরাও করেন গ্রামবাসীরা।

advertisement

আরও পড়ুন: ‘শিক্ষারত্ন’-এর পর এবার ‘জাতীয় শিক্ষক পুরস্কার’! কেন বারবার ডাক পাচ্ছেন ‘এই’ শিক্ষিকা, জানলে আপনিও কুর্নিশ জানাবেন

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক যীশু দত্ত জানিয়েছেন, “ট্যাঙ্কারে যে পানীয় জল আসছে সেই পানীয় জল কেবলমাত্র গুটিকয়েক সিপিএম সমর্থকদের দেওয়ার জন্য তাদের বাড়ির কাছে ট্যাঙ্কার দাঁড় করানো হচ্ছে। আমাদের কাছে খবর এমনই নির্দেশ দেওয়া হয়েছে। আর এরই ফলে যারা এলাকার তৃণমূল সমর্থক ও তাদের পরিবার, সবাই এমন সংকটজনক পরিস্থিতিতে পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন।”

advertisement

আরও পড়ুন: জল আর জল, জনজীবন স্তব্ধ! এরই মাঝে ঘাটালের অন্য ছবি, রোজগারের নতুন দিশা খুঁজে পেলেন বাসিন্দারা

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে আমরাসত্তা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সঞ্জয় হেমব্রম জানিয়েছেন, তারা কোনদিনও পক্ষপাতিত্ব করেন না। তারা সবাইকে সমান চোখে দেখেন। ট্যাঙ্কারটি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় জল দেওয়ার কাজ করবে এমনই নির্দেশ দেওয়া হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জল নিয়ে রাজনীতি! বামেদের পঞ্চায়েতে পানীয় জল পাচ্ছেন না তৃণমূল সমর্থকরা, ব্যাপক উত্তেজনা এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল