TRENDING:

Jhargram News: এ যেন 'নেই' দুনিয়া! জল, পাকা রাস্তা ছাড়াই বাঁচছে জঙ্গলমহলের এই গ্রাম

Last Updated:

পানীয় জল ও পাকা রাস্তার জন্য প্রশাসনে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের মধ্যে পানীয় জল সরবরাহের যে উৎস ছিল তা প্রায় মাসখানেক আগে অকেজো হয়ে পড়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: সাধারণ মানুষের একান্ত প্রয়োজনীয় পানীয় জল বা পাকা রাস্তা কিছুই নেই। ফলে সমস্যায় পড়তে হচ্ছে জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রাম সিংপুরের মানুষকে। ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে এই সিংপুর গ্রাম। এখানে বসবাস করে প্রায় ২১ টি পরিবার। সবুজে ঘেরা জঙ্গলমহলের এই গ্রামে নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। গ্রামে হয়নি পাকা রাস্তাও।
advertisement

পানীয় জল ও পাকা রাস্তার জন্য প্রশাসনে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের মধ্যে পানীয় জল সরবরাহের যে উৎস ছিল তা প্রায় মাসখানেক আগে অকেজো হয়ে পড়েছে। বাধ্য হয়ে চাষের জমিতে জল দেওয়ার পাম্প থেকে জল নিতে হচ্ছে সবাইকে। এছাড়াও গ্রামের রাস্তার সমস্যা দীর্ঘদিনের। পিচ কিংবা ঢালাই তো দূর, মেরামত পর্যন্ত হয়নি মাটির রাস্তার। স্বাভাবিকভাবেই চলাফেরা করতে প্রবল অসুবিধার মুখে পড়েন গ্রামবাসীরা। কেউ অসুস্থ হলে তাঁকে খাটিয়ায় চাপিয়ে প্রধান রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়।

advertisement

আরও পড়ুন: কোলাঘাটে শ্যুটআউট, সোনা ব্যবসায়ীকে খুন করে লুঠ! কলকাতা-খড়্গপুর জাতীয় সড়ক অবরোধ

অসুস্থ রোগীকে এইভাবে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যাওয়ায় অনেক সময়ই শারীরিক পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, দ্রুত সমস্যার সমাধান হোক। কিন্তু কবে গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান হবে এবং পাকা রাস্তা তৈরি হবে সেই উত্তর সবারই অজানা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: এ যেন 'নেই' দুনিয়া! জল, পাকা রাস্তা ছাড়াই বাঁচছে জঙ্গলমহলের এই গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল