পানীয় জল ও পাকা রাস্তার জন্য প্রশাসনে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামের মধ্যে পানীয় জল সরবরাহের যে উৎস ছিল তা প্রায় মাসখানেক আগে অকেজো হয়ে পড়েছে। বাধ্য হয়ে চাষের জমিতে জল দেওয়ার পাম্প থেকে জল নিতে হচ্ছে সবাইকে। এছাড়াও গ্রামের রাস্তার সমস্যা দীর্ঘদিনের। পিচ কিংবা ঢালাই তো দূর, মেরামত পর্যন্ত হয়নি মাটির রাস্তার। স্বাভাবিকভাবেই চলাফেরা করতে প্রবল অসুবিধার মুখে পড়েন গ্রামবাসীরা। কেউ অসুস্থ হলে তাঁকে খাটিয়ায় চাপিয়ে প্রধান রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয়।
advertisement
আরও পড়ুন: কোলাঘাটে শ্যুটআউট, সোনা ব্যবসায়ীকে খুন করে লুঠ! কলকাতা-খড়্গপুর জাতীয় সড়ক অবরোধ
অসুস্থ রোগীকে এইভাবে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যাওয়ায় অনেক সময়ই শারীরিক পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, দ্রুত সমস্যার সমাধান হোক। কিন্তু কবে গ্রামে পানীয় জলের সমস্যার সমাধান হবে এবং পাকা রাস্তা তৈরি হবে সেই উত্তর সবারই অজানা।
রঞ্জন চন্দ