কয়েকদিন আগে চন্দ্রকোনা থানার ২নং ব্লকের বারাসাত গ্রামের একটি নির্জন এলাকায় খেলা করছিল দুটি হনুমান৷ সেই সময় এলাকারই এক কুকুর গিয়ে ধরে ফেলে দুইটি হনুমানকে৷ এর ফলে কুকুর ও হনুমানের লেগে যায় লড়াই৷ আর এই লড়াই আহত হয় দুটি হনুমান, সহ ওই কুকুরটি।
ছিন্নভিন্ন হয়ে যায় হনুমান ও কুকুরের শরীরের বিভিন্ন অংশ৷ গুরুতর জখম হয় দুই হনুমান। এলাকাবাসীরা খবর দেয় বনদফতরে৷ বনদফতরের আধিকারিকরা আশ্বস্ত করে এলাকাবাসীদের দ্রুত আহত হনুমান দুটির চিকিৎসা করা হবে। কিন্তু প্রতিশ্রুতিই সার৷
advertisement
চিকিৎসা না হওয়ার ফলে সোমবার মৃত্যু হয় একটি হনুমানের৷ গ্রামে হনুমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসীরা জানায়, হনুমানের মৃত্যুর খবর বনদফতরের আধিকারিকদের জানালেও তারা আসতে পারবে না বলে জানিয়ে দেয়৷ এরপরই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে ফুল মালা পরিয়ে খাটিয়া করে খোল কীর্তন বাজিয়ে পুরো গ্রাম ঘুরে হনুমানটিকে সমাধি দেয়।