TRENDING:

Hooghly news: বিনামূল্যে জমি দান করছেন গ্রামবাসীরা! নেপথ্যে বিরাট এক কারণ, জানলে অবাক হবেন

Last Updated:

Hooghly news: স্বেচ্ছায় চাষের জমি দান করলেন রাস্তা তৈরি করার জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। ঘটনাটি বলাগরের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: গ্রামের মধ্যে সংযোগকারী কোনও পাকা রাস্তা ছিল না এতদিন ! তার অন্যতম মূল সমস্যা ছিল রাস্তা তৈরি হওয়ার জমি ছিল না। তাই স্টেশন বাজার স্কুল পঞ্চায়েত অফিস ব্যাঙ্কে যেতে ঘুরতে হত অনেকটা পথ। এই সমস্যার সমাধান করলেন গ্রামবাসীরাই। স্বেচ্ছায় চাষের জমি দান করলেন রাস্তা তৈরি করার জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। ঘটনাটি বলাগরের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের।
advertisement

ছ’শো মিটার রাস্তা জুড়ে দিলসাতটি গ্রামের মানুষকে। সহজ হল যাতায়াত। বলাগড়ের সিজা-কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর, হরিসারপুর, গোল্লুই, ঢাকছাড়া-সহ সাতটি গ্রামের মানুষের সুবিধা হবে এই রাস্তা হওয়ার ফলে। চাষের ফসল তুলে আনতে অসুবিধা হত। মাঠের মধ্যে দিয়ে রাস্তা হওয়ায় সেই সমস্যা দূর হল। স্কুল বাজার যেতে ছ’নম্বর রাজ্য সড়ক দিয়ে অনেকটা পথ ঘুরতে হত। তাতে বিপদের ঝুঁকি ছিল স্কুলের বাচ্চাদের জন্য। মাঠের ভিতর রাস্তা হওয়ায় সেই ঝুঁকিও রইল না। পঞ্চায়েত যেদিন রাস্তা করার কথা বলে, গ্রামবাসীরা রাজি হয়ে যান। ওই এলাকায় যাঁদের জমি আছে, তাঁরা স্বেচ্ছায় জমি দান করেন।

advertisement

পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস জানান, জেলা পরিষদের স্কিমে প্রায় পঞ্চাশ লক্ষ টাকায় এই ঢালাই রাস্তা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার সহযোগীতা ছাড়া এই রাস্তা হত না। গ্রামের মানুষও এগিয়ে এসেছেন। আঠেরো মিটার রাস্তার ছ’শো মিটার মাঠের মধ্যে ছিল। খামারগাছি হাইস্কুল যেতে সমস্যা ছিল। এই রাস্তা সেই গ্রামগুলোকে জুড়ে দিল। এক ছটাক জমিও কেউ ছাড়তে চান না বর্তমান সময়ে তখন মানুষের কাজে লাগবে বলে এক কথায় নিজেদের জমি দিয়েছেন গ্রামবাসীরা। কামালপুর গ্রামের মহিরা বেগম বলেন,বাচ্চাদের ঘুরে ঘুরে স্কুলে যেতে হয়। সামান্য জমি দিলে যদি মানুষের উপকার হয় তাই জমি দিয়েছি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: বিনামূল্যে জমি দান করছেন গ্রামবাসীরা! নেপথ্যে বিরাট এক কারণ, জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল