পুরুলিয়ার জয়পুর থানা এলাকার শ্রীরামপুর গ্রামের কয়েকশো মহিলা মাঝ রাস্তায় গাড়ির পথ আটকায়। আর তারপরেই শুরু হয় আসল খেলা। পেটি পেটি দেশি মদের বোতল লুট করে নষ্ট করে দেন তাঁরা। মহিলাদের অভিযোগ, এই ভাবেই লুকিয়ে মদ গ্রামে এনে বেআইনিভাবে তা বিক্রি করা হয়।
আরও পড়ুনঃ বারাসাতের রাস্তায় ‘ব্লগার’ পুলিশ! স্বয়ং আইসি রাস্তায় নেমে যা করলেন, পুরো ঘটনা জানলে অবাক হবেন
advertisement
গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়ির ভিতর লুকিয়ে মদ নিয়ে আসা হচ্ছে গ্রামে, সেই খবর পেয়ে গ্রামের মহিলারা গাড়ি আটকে পেটি পেটি মদের বোতল রাস্তায় ফেলে নষ্ট করে দেয়। গোটা এলাকা ভিজল বাংলা মদে। উঠল ফোয়ারা। অভিযোগ, গ্রাম থেকেই বিক্রি হত এই মদ। সেই দেশি মদ খেয়ে গ্রামের একাংশ পুরুষ আসক্ত হয়ে পড়েছে। মদ্যপ অবস্থায় মহিলাদের মারধোর করার পাশাপাশি গ্রামে টাকা পয়সা চুরির ঘটনাও ঘটছিল। মদের কারণে গ্রামে নিত্য দিনের অশান্তি ঝামেলা লেগেই থাকত। তাই মদের বিরুদ্ধে অভিযানে নেমেছে গ্রামের মহিলারা।