মামোদপুর এলাকার মধ্যে দিয়ে গিয়েছে PWD-এর একটি বড় রাস্তা। সেই রাস্তার ধারে PWD-এর জায়গায় দীর্ঘদিন ধরে সরকারি হাইড্রেন রয়েছে। PWD-এর সেই রাস্তা ও হাইড্রেনের পিছনে গৌড় সর্দার নামে এক ব্যক্তির জায়গা আছে। সেই ব্যক্তি নিজের জায়গার পাশাপাশি PWD-এর হাইড্রেন দখল করে মাছের ভেড়ি তৈরি করেছেন বলে অভিযোগ।
আরও পড়ুনঃ বন্যার জের! জলের তলায় মুর্শিদাবাদের একাধিক গ্রাম! বাঁধ ভাঙায় বেড়েছে সমস্যা
advertisement
এদিকে PWD-এর এই হাইড্রেন দিয়েই বিস্তীর্ণ এলাকার বর্ষার জল নিকাশি হয়। তবে গৌড় সর্দার সরকারি জমি দখল করে রাখায় বহু গ্রামের জল নিকাশি বন্ধ হয়ে রয়েছে। এই এলাকার পিছনে যে কয়েকটি গ্রাম রয়েছে, সেখানে বর্ষায় জমে থাকা জল বেরোনোর রাস্তা পুরোপুরি বন্ধ। ফলে সমস্যায় পড়েছেন কয়েকশো মানুষ।
অভিযুক্ত গৌর সর্দার সপরিবার অন্যত্র যাওয়ায় তাঁর প্রতিক্রিয়া বা মতামত জানা যায়নি। তবে পঞ্চায়েতের উপপ্রধান ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। সেই সঙ্গেই পঞ্চায়েতের তরফ থেকে সমস্যা সমাধানের আশ্বাসও পাওয়া গিয়েছে।