TRENDING:

সরকারি জায়গা দখল করে মাছের ভেড়ি! রাজ্যের 'এই' জেলায় যা হল... সমস্যায় কয়েকশো মানুষ!

Last Updated:

অভিযুক্ত ব্যক্তি নিজের জায়গার পাশাপাশি PWD-এর হাইড্রেন দখল করে মাছের ভেড়ি তৈরি করেছেন বলে অভিযোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, অনুপম সাহাঃ সরকারি জায়গা বেআইনিভাবে দখল করে তৈরি করা হয়েছে মাছের ভেড়ি। যার জেরে গ্রামের জল বেরনোর রাস্তা বন্ধ, জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের মামোদপুর এলাকায়। এই নিয়ে ব্লক অফিস থেকে পঞ্চায়েত অবধি লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। তা সত্ত্বেও এখনও অবধি সমস্যার সমাধান হয়নি। তবে এবার পঞ্চায়েতের তরফ থেকে দ্রুত পদক্ষেপের আশ্বাস মিলেছে।
সরকারি জায়গা অবৈধভাবে দখল করে মাছের ভেড়ি করার অভিযোগ। প্রতীকী ছবি
সরকারি জায়গা অবৈধভাবে দখল করে মাছের ভেড়ি করার অভিযোগ। প্রতীকী ছবি
advertisement

মামোদপুর এলাকার মধ্যে দিয়ে গিয়েছে PWD-এর একটি বড় রাস্তা। সেই রাস্তার ধারে PWD-এর জায়গায় দীর্ঘদিন ধরে সরকারি হাইড্রেন রয়েছে। PWD-এর সেই রাস্তা ও হাইড্রেনের পিছনে গৌড় সর্দার নামে এক ব্যক্তির জায়গা আছে। সেই ব্যক্তি নিজের জায়গার পাশাপাশি PWD-এর হাইড্রেন দখল করে মাছের ভেড়ি তৈরি করেছেন বলে অভিযোগ।

আরও পড়ুনঃ বন্যার জের! জলের তলায় মুর্শিদাবাদের একাধিক গ্রাম! বাঁধ ভাঙায় বেড়েছে সমস্যা

advertisement

এদিকে PWD-এর এই হাইড্রেন দিয়েই বিস্তীর্ণ এলাকার বর্ষার জল নিকাশি হয়। তবে গৌড় সর্দার সরকারি জমি দখল করে রাখায় বহু গ্রামের জল নিকাশি বন্ধ হয়ে রয়েছে। এই এলাকার পিছনে যে কয়েকটি গ্রাম রয়েছে, সেখানে বর্ষায় জমে থাকা জল বেরোনোর রাস্তা পুরোপুরি বন্ধ। ফলে সমস্যায় পড়েছেন কয়েকশো মানুষ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অভিযুক্ত গৌর সর্দার সপরিবার অন্যত্র যাওয়ায় তাঁর প্রতিক্রিয়া বা মতামত জানা যায়নি। তবে পঞ্চায়েতের উপপ্রধান ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। সেই সঙ্গেই পঞ্চায়েতের তরফ থেকে সমস্যা সমাধানের আশ্বাসও পাওয়া গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সরকারি জায়গা দখল করে মাছের ভেড়ি! রাজ্যের 'এই' জেলায় যা হল... সমস্যায় কয়েকশো মানুষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল