বন্যার জের! জলের তলায় মুর্শিদাবাদের একাধিক গ্রাম! বাঁধ ভাঙায় বেড়েছে সমস্যা

Last Updated:

বাবলা, দ্বারকা সহ আরও একটি নদী বয়ে যাওয়ার কারণে প্রত্যেক বছর বন্যার কবলে পড়ে এই এলাকা

বন্যার জলে প্লাবিত একাধিক গ্রাম। প্রতীকী ছবি
বন্যার জলে প্লাবিত একাধিক গ্রাম। প্রতীকী ছবি
শ্রীকৃষ্ণপুর, মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। এর জেরে বন্যার জলে প্লাবিত হয়ে গেল কান্দি ব্লকের অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর সহ বিস্তীর্ণ এলাকা।
কান্দি ব্লকের হিজল গ্রাম দিয়ে বয়ে গিয়েছে তিনটি নদী। বাবলা, দ্বারকা সহ আরও একটি নদী বয়ে যাওয়ার কারণে প্রত্যেক বছর বন্যার কবলে পড়ে এই এলাকা। তবে সাটুইয়ের কাছে দ্বারকা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। জলে ডুবেছে শ্রীকৃষ্ণপুর থেকে সাটুই যাওয়ার একমাত্র রাস্তা। ফলে ভরসা বলতে শুধু নৌকা।
আরও পড়ুনঃ সুতো, পুঁতি দিয়েই অসামান্য কাজ! বিশেষভাবে সক্ষম এই পড়ুয়াদের ‘ট্যালেন্ট’ দেখলে বাহবা দেবেন আপনিও
বর্তমানে শ্রীকৃষ্ণপুর, সুভাষনগর সহ বেশ কিছু গ্রাম জলের তলায়। পরিস্থিতির চাপে সুভাষনগরের একটি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য, চলতি বছর বৃষ্টির জেরে রাজ্যের একাধিক প্রান্তে জল থইথই অবস্থা। কোথাও ডুবেছে রাস্তা, কোথাও জলের তলায় চাষের জমি, কোথাও আবার রাস্তার হাল বেহাল। বেশ কিছু জায়গায় দুর্ভোগ বাড়িয়েছে বিভিন্ন জলাধার থেকে ছাড়া জল। ফলে সব মিলিয়ে বেশ চাপেই রয়েছে সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্যার জের! জলের তলায় মুর্শিদাবাদের একাধিক গ্রাম! বাঁধ ভাঙায় বেড়েছে সমস্যা
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement