বন্যার জের! জলের তলায় মুর্শিদাবাদের একাধিক গ্রাম! বাঁধ ভাঙায় বেড়েছে সমস্যা

Last Updated:

বাবলা, দ্বারকা সহ আরও একটি নদী বয়ে যাওয়ার কারণে প্রত্যেক বছর বন্যার কবলে পড়ে এই এলাকা

বন্যার জলে প্লাবিত একাধিক গ্রাম। প্রতীকী ছবি
বন্যার জলে প্লাবিত একাধিক গ্রাম। প্রতীকী ছবি
শ্রীকৃষ্ণপুর, মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ একদিকে লাগাতার বৃষ্টি, অন্যদিকে দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। এর জেরে বন্যার জলে প্লাবিত হয়ে গেল কান্দি ব্লকের অন্তর্গত হিজল গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর সহ বিস্তীর্ণ এলাকা।
কান্দি ব্লকের হিজল গ্রাম দিয়ে বয়ে গিয়েছে তিনটি নদী। বাবলা, দ্বারকা সহ আরও একটি নদী বয়ে যাওয়ার কারণে প্রত্যেক বছর বন্যার কবলে পড়ে এই এলাকা। তবে সাটুইয়ের কাছে দ্বারকা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে। জলে ডুবেছে শ্রীকৃষ্ণপুর থেকে সাটুই যাওয়ার একমাত্র রাস্তা। ফলে ভরসা বলতে শুধু নৌকা।
আরও পড়ুনঃ সুতো, পুঁতি দিয়েই অসামান্য কাজ! বিশেষভাবে সক্ষম এই পড়ুয়াদের ‘ট্যালেন্ট’ দেখলে বাহবা দেবেন আপনিও
বর্তমানে শ্রীকৃষ্ণপুর, সুভাষনগর সহ বেশ কিছু গ্রাম জলের তলায়। পরিস্থিতির চাপে সুভাষনগরের একটি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
উল্লেখ্য, চলতি বছর বৃষ্টির জেরে রাজ্যের একাধিক প্রান্তে জল থইথই অবস্থা। কোথাও ডুবেছে রাস্তা, কোথাও জলের তলায় চাষের জমি, কোথাও আবার রাস্তার হাল বেহাল। বেশ কিছু জায়গায় দুর্ভোগ বাড়িয়েছে বিভিন্ন জলাধার থেকে ছাড়া জল। ফলে সব মিলিয়ে বেশ চাপেই রয়েছে সাধারণ মানুষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বন্যার জের! জলের তলায় মুর্শিদাবাদের একাধিক গ্রাম! বাঁধ ভাঙায় বেড়েছে সমস্যা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement