জলে আটকে থাকা মানুষের একমাত্র ভরসা এখন কলার ভেলা। ভেলায় করেই কেউ বাজার করছে, কেউ স্কুলে যাচ্ছে, আবার কেউ পোষ্য প্রাণী নিয়ে পার হচ্ছে অন্য ঘরে।
আরও পড়ুন: স্কুলে ঢুকলেই অ্যাটেনডেন্স মেসেজ, ছাত্রীদের নিরাপত্তায় নজির হুগলির গ্রামের এই বিদ্যালয়ের!
জমা জলে নানা প্রাণীর ভেসে আসা ও বিচরণে মানুষের ভোগান্তি বাড়ছে। রাতে ঘুমের মধ্যেও ভিজে বিছানার সমস্যার সঙ্গে বাড়ছে নানা সংক্রমণের ঝুঁকি। পানীয় জল থেকে শুরু করে খাবার রক্ষা করাও কঠিন হয়ে উঠেছে। বয়স্ক ও শিশুদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। একইভাবে ঘরের মধ্যে দেখা মিলছে বিষধর সাপের উপদ্রবও।
advertisement
আরও পড়ুন: রাস্তার অবস্থা বেহাল! খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে প্রসূতিকে
স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষায় একই ছবি দেখতে হলেও কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয় না। জল বের করার জন্য পর্যাপ্ত নালা নেই, যেটুকু নালা আছে তাও অবৈধ দখল আর বেহাল অবস্থায় বন্ধ হয়ে থাকে। গ্রামবাসীরা অবিলম্বে জল নিকাশির স্থায়ী সমাধান এবং রাস্তা সংস্কারের দাবি তুলেছেন, যাতে বর্ষার জল আর অভিশাপ না হয়ে থেকে মানুষের স্বাভাবিক জীবনে বাধা সৃষ্টি না করে।