জঙ্গলমহল কেশিয়াড়িতে অধিকাংশ মাটির বাড়ি ছিল। মাটির বাড়ির দালান, উঠোনে দেওয়া গোবরের ঘুঁটে, টালির চালের ঘর, লাঙল- এসব গ্রাম বাংলার চিত্র ছিল। তবে বর্তমানে সভ্যতার উন্নতিতে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এমন এক মাটির বাড়ি ও দালান দেখা যায় না। তাই সকলের সামনে সেই পুরনো দিনের নস্টালজিয়া ফিরিয়ে দিতে কেশিয়াড়ি ডায়মন্ড ক্লাব বেছে নিয়েছে এই থিম।
advertisement
আরও পড়ুনঃ রাজবাড়ি বা মন্দির নয়, জেলার পুজো প্যান্ডেলে কৃষক ও কৃষিকাজ! ‘অন্নদাতা’ থিম দেখে মুগ্ধ দর্শনার্থীরা
৩৪ তম বর্ষে এই কমিটির প্যান্ডেল ও প্রতিমায় চমক রেখেছেন উদ্যোক্তারা। সকাল থেকে সন্ধ্যা স্থানীয় মানুষজন সহ দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা মেদিনীপুরের এই প্যান্ডেল দেখছেন। মণ্ডপে এসে তাঁরা পল্লী গ্রামের একটি সুন্দর চিত্র দেখতে পারছেন। পুরনো দিনের মাটির ঘর, দালানে দুর্গাপুজো, ঘুঁটে দিয়ে সাজানো উঠোন সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, পুজো মণ্ডপে জঙ্গলমহলের প্রত্যন্ত একটি গ্রামের চিত্র ফুটিয়ে তুলেছে এই কমিটি। বয়স্কদের কাছে তাঁদের পুরনো ঐতিহ্য ও নস্টালজিয়াকে ফিরিয়ে দিতে এবং ছোট ছোট ছেলেমেয়েদের কাছে গ্রামের একটি প্রাকৃতিক পরিবেশ তুলে ধরতে এমন আয়োজন উদ্যোক্তাদের।