TRENDING:

Durga Puja 2025: মাটির ঘর থেকে দালানে দুর্গাপুজো! গ্রামবাংলা থিমে চোখধাঁধানো মণ্ডপ উস্কে দিচ্ছে নস্টালজিয়া, বাড়ি বসেই দেখুন

Last Updated:

Durga Puja 2025: ৩৪ তম বর্ষে প্যান্ডেল ও প্রতিমায় চমক রেখেছেন উদ্যোক্তারা। সকাল থেকে সন্ধ্যা মেদিনীপুরের এই প্যান্ডেল দেখছেন স্থানীয় মানুষজন সহ দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। মণ্ডপে এসে তাঁরা পল্লী গ্রামের একটি সুন্দর চিত্র দেখতে পারছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামেও দুর্গাপুজোর আমেজ। অন্যান্য বছরের মতো এবারও জঙ্গলমহলের প্রান্তিক এলাকায় একাধিক পুজো কমিটি পুজোর আয়োজন করেছে। জঙ্গলমহলের প্রান্তিক ব্লক কেশিয়াড়িতে একাধিক পুজো প্যান্ডেল নানান থিমে সাজিয়ে তুলেছেন উদ্যোক্তারা। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ডায়মন্ড ক্লাবের উদ্যোগে এবারের দুর্গাপুজোয় পল্লী গ্রামের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এবারের পুজো মণ্ডপে প্রত্যন্ত গ্রামের একটি ছোট্ট চিত্র ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা।
advertisement

জঙ্গলমহল কেশিয়াড়িতে অধিকাংশ মাটির বাড়ি ছিল। মাটির বাড়ির দালান, উঠোনে দেওয়া গোবরের ঘুঁটে, টালির চালের ঘর, লাঙল- এসব গ্রাম বাংলার চিত্র ছিল। তবে বর্তমানে সভ্যতার উন্নতিতে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এমন এক মাটির বাড়ি ও দালান দেখা যায় না। তাই সকলের সামনে সেই পুরনো দিনের নস্টালজিয়া ফিরিয়ে দিতে কেশিয়াড়ি ডায়মন্ড ক্লাব বেছে নিয়েছে এই থিম।

advertisement

আরও পড়ুনঃ রাজবাড়ি বা মন্দির নয়, জেলার পুজো প্যান্ডেলে কৃষক ও কৃষিকাজ! ‘অন্নদাতা’ থিম দেখে মুগ্ধ দর্শনার্থীরা

৩৪ তম বর্ষে এই কমিটির প্যান্ডেল ও প্রতিমায় চমক রেখেছেন উদ্যোক্তারা। সকাল থেকে সন্ধ্যা স্থানীয় মানুষজন সহ দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা মেদিনীপুরের এই প্যান্ডেল দেখছেন। মণ্ডপে এসে তাঁরা পল্লী গ্রামের একটি সুন্দর চিত্র দেখতে পারছেন। পুরনো দিনের মাটির ঘর, দালানে দুর্গাপুজো, ঘুঁটে দিয়ে সাজানো উঠোন সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সব মিলিয়ে, পুজো মণ্ডপে জঙ্গলমহলের প্রত্যন্ত একটি গ্রামের চিত্র ফুটিয়ে তুলেছে এই কমিটি। বয়স্কদের কাছে তাঁদের পুরনো ঐতিহ্য ও নস্টালজিয়াকে ফিরিয়ে দিতে এবং ছোট ছোট ছেলেমেয়েদের কাছে গ্রামের একটি প্রাকৃতিক পরিবেশ তুলে ধরতে এমন আয়োজন উদ্যোক্তাদের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: মাটির ঘর থেকে দালানে দুর্গাপুজো! গ্রামবাংলা থিমে চোখধাঁধানো মণ্ডপ উস্কে দিচ্ছে নস্টালজিয়া, বাড়ি বসেই দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল